ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোহলি ঝলকে মুগ্ধ বিশ্ব

প্রকাশিত: ০৬:২৬, ২৯ মার্চ ২০১৬

কোহলি ঝলকে মুগ্ধ বিশ্ব

স্পোর্টস রিপোর্টার ॥ সেমিতে যেতে হলে জিততেই হবে। ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯ রানে সাজঘরে টপঅর্ডারের তিন তারকা শেখর ধাওয়ান, রোহিত শর্মা ও সুরেশ রায়না। ১২ ওভারে চাই আরও ১১২। যুবরাজ কি আর সেই যুবরাজ আছেন? ফর্মের উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া ধোনিতেই বা ভরসা কোথায়? ভারতীয়দের মনে তখন হাজারো প্রশ্ন। পারবে তো? ভারত পেরেছে (৬ উইকেটের জয়)। পেরেছেন সুপার কোহলিও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ডু অর ডাই ম্যাচে’ অপরাজিত ৮২ রানের ম্যারাথন ইনিংস খেলে স্বাগতিকদের টি২০ বিশ্বকাপের শেষ চারে তুলে নিয়েছেন দেশটির ‘আগামীর শচীন’। ৫১ বলের ইনিংসটা সাজিয়েছেন ৯ চার ও ২ ছক্কায়। রান চেজ করে জয়ে তিনিই যে সময়ের রাজা, কোহলি সেটি দেখিয়েছেন আরও একবার। টি২০তে রান তাড়ায় ভারত জিতেছে এমন ম্যাচ মিলিয়ে কোহলির মোট রান ৭৩৭। এটিই এখন রেকর্ড। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (৬১১)। কোহলির উইলোর জাদুতে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। চারিদিকে কেবলই কোহলি-বন্দনা। ম্যাচ শেষে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘গোড়ালির চোটে যুবরাজ সিংয়ের সমস্যা হচ্ছিল। আমি গিয়ে সিঙ্গেলস নেয়ার সিদ্ধান্ত নেই। অন্যদিকে কোহলি যা মারছিল তাতেই বাউন্ডারি। আমি কেবল হা করে দেখছিলাম! আপনাদের বুঝতে হবে আমি বিরাট নই। ওর মতো স্ট্রোকও আমার হাতে নেই। ও এক কথায় জিনিয়াস।’ মাঠের প্রতিপক্ষ অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘চাপের মুখে খেলা বিরাটের এটি অবিশ্বাস্য ইনিংস। ওর জন্য পরিস্থিতি মোটেই সহজ ছিল না। আমরা জানতাম কেবল এই উইকেটটা পেলেই জিতব। কিন্তু সেটি হয়নি। বিরাটকে হ্যাটস-অফ।’ ভারতের জীবন্ত কিংবদন্তি সুনীল গাভাস্কার বলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে কোহলিই এখন সেরা ব্যাটসম্যান। এ নিয়ে প্রশ্ন নেই। ও একেবারে অন্যরকম। অস্ট্রেলিয়া ম্যাচে ওর ইনিংসটা দেখে আমি রীতিমতো শিহরিত। ওর ব্যাটিং দেখে আমার লোম খাড়া হয়ে যাচ্ছিল!’ টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের মালিক আরও যোগ করেন, ‘সবচেয়ে বড় ব্যাপার কোহলি নিয়মিত চাপের মুখে এমন পারফর্ম করছে এবং দলের স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে। কেবল এবারই নয়, নিকট অতীতে অনেকবার ও রান তাড়া করতে গিয়ে আরও কঠিন পরিস্থিতিতে জয় এনে দিয়েছে। আমার মনে হয় কোহলির ব্যাটিংয়ের বড় শক্তি টাইমিং। সে টপ ও বটম হ্যান্ড দুটি ব্যবহারেই অত্যন্ত সাবলীল। খুব কম ক্রিকেটারেরই এমন ক্ষমতা থাকে।’ উইন্ডিজ গ্রেট ব্রায়ান লারা রীতিমতো আচ্ছন্ন, ‘কোহলি অবিশ্বাস্য একজন ব্যাটসম্যান। আর কিছু বলার প্রয়োজন নেই।’ যার সঙ্গে কোহলির তুলনা ভারতীয়দের ক্রিকেট দেবতা সেই শচীনের টুইট, ‘ওয়াও কোহলি! এটা সত্যি স্পেশাল ইনিংস, ভারতের দারুণ জয়!’ অসি অলরাউন্ডার মাঠে খুব কাছে থেকে দেখেছেন কোহলির কীর্তি, ‘এ রকম ইনিংস দেখতে পারাটাও আনন্দের।’ বলেন তিনি। কোহলি কীর্তির আরেক সাক্ষী গ্লেন ম্যাক্সওয়েলের টুইট, ‘ওটা ছিল অন্য পর্যায়ের একটা ইনিংস। কি আর বলব। আমরা তো একজনের কাছেই হেরে গেলাম।’ সতীর্থ যুবরাজ সিং, রোহিত শর্মার পাশাপাশি কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন মাইকেল ভন, স্কট স্টাইরিশ, ডোয়াইন ব্রাভো, ড্যারেন সামি, রস টেইলরের মতো তারকা। মজার বিষয়, এই তালিকায় আছেন টটেনহ্যাম ফুটবলার হ্যারি কেন, সাবেক লিভারপুল তারকা ডিডি হামানও!
×