ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তনু হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ছাত্র ইউনিয়নের আলটিমেটাম

প্রকাশিত: ০৫:৫৯, ২৯ মার্চ ২০১৬

তনু হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ছাত্র ইউনিয়নের আলটিমেটাম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারসহ তিন দফা দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ছাত্র ইউনিয়ন। এর মধ্যে কোন দৃশ্যমান ব্যবস্থা নেয়া না হলে ৪ এপ্রিল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালন করা হবে। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই কর্মসূচী ঘোষণা করেন। এ সময় সংগঠনের সভাপতি লাকী আক্তার, সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভসহ অন্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ তিন দফা দাবির বিষয়ে বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ সারাদেশে সংঘটিত নারী ও শিশুর ওপর যৌন সন্ত্রাস ও হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার শাস্তির মাধ্যমে রাষ্ট্র ও সমাজকে নারী ও শিশুর জন্য নিরাপদ রাখতে হবে। অবিলম্বে হাইকোর্টের যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা বাস্তবায়ন করতে হবে এবং নারীদের নির্যাতন হত্যার সঙ্গে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে। সংবাদ সম্মেলনে তনুর হত্যার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে নতুন কর্মসূচী ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে, ২৯ মার্চ বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সর্বজন প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল এবং ৩১ মার্চ সকাল ১১টায় সারাদেশে নারী ও শিশু হত্যার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ারও ঘোষণা দেয়া হয়। আগামী দুই কার্যদিবসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি প্রদর্শনে সরকার ব্যর্থ হলে ৪ এপ্রিল সোমবার সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালনের ঘোষণা দেয় সংগঠনটি। সোনার বারসহ যুবক গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে পাঁচটি সোনার বারসহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। গ্রেফতারকৃতের নাম পলাশ দাস (২২)। তার গ্রামের বাড়ি চাদঁপুর জেলার কচুয়ায়। সোমবার সকাল পৌনে ৭টার দিকে স্টেশনের তিন নম্বর প্লাটফর্র্ম থেকে পলাশকে আটক করা হয়।
×