ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রেতাশূন্য অবস্থায় এমারেল্ড ওয়েলের সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত: ০৪:৩৫, ২৯ মার্চ ২০১৬

ক্রেতাশূন্য অবস্থায় এমারেল্ড ওয়েলের সর্বোচ্চ লেনদেন

এমারেল্ড অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) গ্রেফতারের প্রভাব পড়েছে এই কোম্পানির শেয়ার লেনদেনে। কোম্পানিটির এমডি সৈয়দ হাছিবুল গণি গালিবের গ্রেফতারের পর সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ারের বড় দর পতন হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দাম কমে সার্কিট ব্রেকার স্পর্শ করে। অর্থাৎ ক্রেতার ঘরে কোন আদেশ ছিল না। তবে ক্রেতার ঘরে কোন আদেশ না দেখা গেলেও দিনটিতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসইর ওয়েবসাইটে দেখা গেছে, লেনদেন শেষ হওয়ার আগেও কোম্পানিটির ৩৫ হাজার ৪২১টি শেয়ার কেনার বিক্রির দেখাচ্ছিল কিন্তু ক্রেতার ঘরে কোন শেয়ার কেনার প্রস্তাব ছিল না। ক্রেতাশূন্যের আগে সর্বশেষ লেনদেনটি হয় ৫৬ টাকা ৫ পয়সা দরে। রবিবার এই শেয়ারের সমাপনী দর ছিল ৬২ টাকা ৭০ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার নগদ লভ্যাংশ পাঠিয়েছে মেঘনা পেট্রোলিয়াম মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে এ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়াম শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ লভ্যাংশ দেয়। যার পুরোটাই নগদ। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৮ টাকা ৮০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছিল ৭৪ টাকা ৫১ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×