ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মির্জা আব্বাসের পরবর্তী শুনানি ৩১ মার্চ

প্রকাশিত: ০১:০৮, ২৮ মার্চ ২০১৬

মির্জা আব্বাসের পরবর্তী শুনানি ৩১ মার্চ

স্টাফ রিপোর্টার॥ সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩১ মার্চ বৃহস্পতিবার। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এর আগেও গত ১৩ ও ২০ মার্চ বিএনপির এ নেতার জামিন স্থগিতের মেয়াদ এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছিল। আজ আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। এর আগে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন এক সপ্তাহ স্থগিত করেছিল। সোমবার দুদকের ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এরপর আপিল বিভাগ ওই জামিন আদেশের ওপর দেওয়া স্থগিতাদেশের মেয়াদ ১ সপ্তাহ বৃদ্ধি করে। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ এ মামলায় মির্জা আব্বাসকে স্থায়ী জামিন দেন। এর আগে সাংবাদিকদের প্লট বরাদ্দের অভিযোগে শাহবাগ থানায় দুদুকের দায়ের করা এ মামলায় গত ৯ মার্চ বুধবার হাইকোর্ট থেকে জামিন পান বিএনপির এ সিনিয়র নেতা। দুদকের এ মামলাসহ মোট তিন মামলায় জামিন পাওয়ায় কারামুক্তিতে বাধা ছিল না আব্বাসের। কিন্তু হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করায় তার কারামুক্তি আটকে যায়।
×