ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদন্ড

প্রকাশিত: ২৩:৪৮, ২৮ মার্চ ২০১৬

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালত ভাইকে হত্যার দায়ে ছোট ভাই নাজমুল ওরফে আজমুলকে মৃত্যুদন্ড এবং আজমুলের সহযোগি বেল্লাল হাওলাদারকে যাবৎ জীবন সাজা প্রদান করেছে। নাজমুল ওরফে আজমুল ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসবুনিয়া গ্রামের জিয়াউল হকের পুত্র এবং নাজমুলের সহযোগি বেল্লান হাওলাদার একই গ্রামের বাসিন্দা। সোমবার এই আদালতের বিচারক মো‍ঃ শফিকুল করিম রায় প্রদান কালে বেল্লাল হাওলাদার আদালতে উপস্থিত ছিল এবং নাজমুল ওরফে আজমুল পলাতক রয়েছে। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত যে কোন সময় এই হত্যার ঘটনা ঘটেছে। ২৫ অক্টোবর কাঠালিয়া উপজেলার দঃ চেচরী গ্রামে নিহত বড় ভাই আল আমিনের মৃতদেহ উদ্ধার হয়। বড় ভাই আল আমিন ছোট ভাই নাজমুলকে মটরসাইকেল চালাতে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তার বন্ধুকে নিয়ে বড় ভাইকে হত্যা করে। এই ঘটনায় আদালত ১১ জনের স্বাক্ষ গ্রহন করেছে। সরকার পক্ষে পিপি এ্যাড. আব্দুল মান্নান রসুল ও আসামী পক্ষে মমিন উদ্দিন খলিফা মামলা পরিচালনা করেন।
×