ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেরীনা চৌধুরী

তৃষ্ণা মেটানো পানীয়

প্রকাশিত: ০৬:৩৮, ২৮ মার্চ ২০১৬

তৃষ্ণা মেটানো পানীয়

তেঁতুলের শরবত যা লাগবে : পাকা তেঁতুল আধা কাপ, পানি ৬ কাপ ও আখের গুড় ২ কাপ। যেভাবে করবেন : আধা কাপ পানিতে তেঁতুল ভিজিয়ে মোটা চালুনিতে ছেলে নিন। দেড় কাপ পানিতে গুড় গুলে মিহি কাপড় দিয়ে ছেঁকে গুড় ও তেঁতুল এক সঙ্গে মিশিয়ে বাকি পানি দিয়ে তেঁতুলের সরবত পরিবেশন করুন। বেলের শরবত যা লাগবে : পাকা বেল একটি, ঠা-া পানি ৩ কাপ, চিনি ১ কাপ, দই আধা কাপ ও বরফ কুচি। যেভাবে করবেন : বেলের আঠা ও বিচি ফেলে ১ কাপ পানিতে ভিজিয়ে মোটা চালুনিতে চেলে নিয়ে ৩ কাপ বেলের রস হলে ৩ কাপ পানি দিয়ে ১ কাপ চিনি মেশাতে হবে। বেশি ঘন হলে আরও পানি মিশিয়ে দই ভাল করে ফেটে নিয়ে বেলের রসে মেশাতে হবে। এবার বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। কাঁচা আমের শরবত যা লাগবে : কাঁচা আম ৪টি, কাঁচা মরিচ ১টি, লবণ স্বাদমতো এবং চিনি আধা কাপ। যেভাবে করবেন : জুসারে কাঁচা আমের টুকরো দিয়ে জুস তৈরি করে নিন। এবার লবণ ও চিনি মিশিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন কাঁচা আমের শরবত। তরমুজের শরবত যা লাগবে : তরমুজ ১টি ও চিনি ২-৩ কাপ। যেভাবে করবেন : তরমুজ কেটে বিচি ফেলে নিন। কুচি কুচি করে কেটে চিনি দিয়ে ২-৩ ঘণ্টা ঢেকে রাখুন। খেয়াল রাখতে হবে কাটার সময় রস যেন পড়ে না যায়। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। লেমন কার্ড যা লাগবে : চিনি গুঁড়া ১ কাপ, ডিম ২টা, লেমন রাইন্ড ১ চা চামচ, ডিমের কুসুম ১টা, লেবুর রস ৩ টেঃ চামচ, মাখন চারভাগের এককাপ। যেভাবে করবেন : দুইটি পাকা লেবু ধুয়ে নিতে হবে। সবজি কুরুনি দিয়ে লেবুর উপরের পাতলা আবরণ খুব মিহি ঝুরি করে কুরিয়ে ১ চা চামচ নিতে হবে। লেবুর রস বের করে ছেঁকে রাখতে হবে। দুটি ডিম ও একটি কুসুম একসঙ্গে ফেটাতে হবে। চিনি, লেমন রাইন্ড ও লেবুর রস মেশাতে হবে। প্রেসার কুকারে রান্না করা যায় এমন একটি এ্যালুমিনিয়ামের বাটিতে ডিম নিতে হবে। ডিমের ওপর মাখন ২-৩ টুকরা করে নিতে হবে। ফুয়েল পেপার দিয়ে বাটি ঢেকে দিতে হবে। ১ কাপ পানিতে অল্প লেবুর রস মিশিয়ে প্রেসার কুকারে দিতে হবে। প্রেসার কুকারে ট্রিভিট বসিয়ে তার ওপর বাটি বসাতে হবে। ১০ মিনিট ফুটাতে হবে। প্রেসার কুকার ঠা-া হলে ১০-১৫ মিঃ পরে লেমন কার্ড বের করতে হবে। লেমন কার্ড পুডিংয়ের মতো ভাপে সেদ্ধ করা যায়। লেবুর শরবত যা লাগবে : পানি ৪ কাপ, চিনি আধা কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও বরফ কুচি। যেভাবে করবেন : সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চামচ দিয়ে ভাল করে নেড়ে ছাঁকনি দিয়ে ছেঁকে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
×