ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উইন্ডিজ বধে আফগান চমক

প্রকাশিত: ০৬:১০, ২৮ মার্চ ২০১৬

উইন্ডিজ বধে আফগান চমক

স্পোর্টস রিপোর্টার ॥ আকাশে উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপে বড় চমকের জন্ম দিল আফগানিস্তান। গ্রুপ-১এ নিজেদের শেষ ম্যাচে ক্রিস গেইলবিহীন ক্যারিবীয়দের বিপক্ষে ৬ রানের ‘নাটকীয়’ জয় পেল আসগর স্টানিকজাইর দল। নাগপুরে লো-স্কোরিং ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানের সাদামাটা স্কোর গড়ে আফগানিস্তান। জবাবে ৮ উইকেটে ১১৭তে থেমে যায় উইন্ডিজের সংগ্রহ! অপরাজিত ৪৮ রানের ইনিংস উপহার দিয়ে আফগানদের জয়ের ‘নায়ক’ নাজিবুল্লাহ জাদরান। এই হার সত্ত্বেও গ্রুপসেরা হিসেবেই শেষ চারে ড্যারেন সামি-বাহিনী। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিতে তাদের প্রতিপক্ষ ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বিজয়ী দল। টানা তিন জয়ে আগেই সেমিফাইনালের টিকেট পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কালকের ম্যাচে দুর্ধর্ষ ক্যারিবীয়রা ছিল তাই নিশ্চিত ফেবারিট। খেলার আগে আফগান তারকা মোহাম্মদ শাহজাদ বলেছিলেন, হারানোর কিছু নেই বলেই উইন্ডিজকে চমকে দিতে চান তারা। নবী-নাজিবুল্লাহরা সেটি বাস্তবায়ন করে দেখালেন। আরও একবার প্রমাণ করলেন, বিশ্ব ক্রিকেটের আগামীর শক্তি হিসেবে উঠে আসছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। আন্দ্রে রাসেল (২/২৩), স্যামুয়েল বদ্রীদের (৩/১৪) দুরন্ত বোলিংয়ের মুখে ব্যাটিংটা অবশ্য ভাল হয়নি। ৫৬ রানে ৫ উইকেট হারানো দলকে একাই টেনেছেন নাজিবুল্লাহ। ৪ চার ও ১ ছক্কায় ছয় নম্বরে নেমে ৪০ বলে অপরাজিত ৪৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ২৪ করে আউট হয়েছেন শাহজাদ। অধিনায়ক স্টানিকজাইর ১৬ ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। জবাবে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও জনসন চার্লস (১৫ বলে ২২), দিনেশ রামদিন (২৪ বলে ১৮) ও ডোয়াইন ব্রাভোর (২৯ বলে ২৮) ব্যাটে কক্ষপথে ফেরে ক্যারিবীয়রা। তবে ৮৯ থেকে ৯৮ রানের মধ্যে আরও দুটিসহ মোট ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে সামির দল। শেষদিকে আশা জাগিয়েও পারেননি কার্লোস ব্রেথওয়েট (৮ বলে ১৩)। অসাধারণ বোলিং করে জয় ছিনিয়ে নেন দুই স্পিনার নবী (২/২৬) ও রশিদ খান (২/২৬)। বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের উত্থান লক্ষণীয়। ইংল্যান্ডে ২০১০ টি২০ বিশ্বকাপের মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে খেলতে আসা আফগানদের অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর প্রতিটি বড় টুর্নামেন্টেই তারা খেলার যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে ছিল গত বছরের আইসিসি বিশ্বকাপও (ওয়ানডে)। সবচেয়ে গুরুত্বপূর্ণ দলটি এবারের আসরে নামার আগে নিজেদের শেষ ১৮ টি২০’র ১৫টিতেই জয়লাভ করে! বাছাই নামের প্রথম পর্বেও চমক দেখায় যুদ্ধবিদ্ধস্ত দেশটি। ‘ডু অর ডাই’ ম্যাচে টেস্ট খেলুড়ে জিম্বাবুইয়েকে ৫৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ‘সুপার টেনে’ উঠে আসে স্টানিকজাই-মোহাম্মদ নবীর দল।
×