ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুটি অগ্নিকাণ্ড ত্বরিত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০৬:০৩, ২৮ মার্চ ২০১৬

রাজধানীতে দুটি অগ্নিকাণ্ড ত্বরিত হস্তক্ষেপে  পরিস্থিতি নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার ॥ আগুনের ছোট্ট দুটি ঘটনা। অথচ রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়েছে হাজারিবাগের ট্যানারিতে ভয়াবহ আগুন লেগেছে। একই সময় মতিঝিলের সোনালী ব্যাংকেও আগুন লাগার খবর। হন্তদন্ত হয়ে খোঁজ নিয়ে জানা গেল- তেমন কিছু নয়। হাজারিবাগে রুপালি ট্যানারির বাইরে খোলা জায়গায় ময়লা ফেলানোর ভাগাড়ে রবিবার বিকেলে হঠাৎ ধোঁয়া উড়তে দেখা যায়। ধোঁয়া দেখেই ভীতসন্ত্রস্ত পথচারীরা খবর রটাতে থাকেÑ আগুন, আগুন। রুপালির মালিক কর্মচারীরাও ছোটাছুটি করতে থাকেন। ধোঁয়া থেকে আগুন যাতে ভয়াবহ আকার ধারণ করতে না পারে, সেজন্য খবর দেয়া হয় কয়েক গজ দূরের ফায়ার সার্ভিসে। মুহূর্তেই হাজির দুটি ইউনিট। আগুন ছড়ানোর আগেই দমকল বাহিনী পানি ছিটাতে থাকে। আগুন যেটুকু ছিল নিভু নিভু সেটাও একেবারে নিভে যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়- আগের দিন ফেলানো ময়লায় বিকেল পাঁচটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে ধোঁয়া পরে আগুনের ফুলকি। তাতেই দৌড়াদৌড়ি শুরু পথচারীদের।
×