ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশু তাসিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:১০, ২৮ মার্চ ২০১৬

শিশু তাসিন হত্যার  বিচার দাবিতে  মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৭ মার্চ ॥ শিশু শিক্ষার্থী গাজী মাহিয়ান তাসিন হত্যার প্রায় দুই মাস পরও মূল রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তাসিনের চাচি লাভলী বেগমকে গ্রেফতার করে দুই দফা রিমান্ডে নিয়েও হত্যার মূল রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এমনকি পুলিশের সহযোগিতাও পাচ্ছে না তাসিনের পরিবার। হত্যাকারীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। রবিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে তাসিন হত্যার দ্রুত বিচারের দাবিতে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। মানববন্ধনে খেপুপাড়া মডেল মংগলসুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেরে সভাপতিত্বে বক্তব্য রাখেন তাসিনের পিতা গাজী মজিবর রহমান। এ সময় তিনি বলেন, আমার একমাত্র সন্তান হত্যা করা হয়েছে এটা স্পষ্ট। কিন্তু এখন পর্যন্ত আমি হত্যার মূল রহস্য উদ্ঘাটনে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের সহযোগিতা পাচ্ছি না। আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা, সহকারী শিক্ষিকা শায়লা পারভীন প্রমুখ।
×