ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পবিস পরিচালককে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৭, ২৮ মার্চ ২০১৬

পবিস পরিচালককে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে সংখ্যালঘু সম্প্রদায় নেতা ও পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক ডাঃ মনোরঞ্জন হালদারকে মারপিট করার প্রতিবাদে রবিবার মানববন্ধন করেছে এলাকাবাসী। এ মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। ঢাকা-খুলনা মহাসড়কের সুড়িগাতীতে পুলিশী নিরাপত্তায় মানববন্ধন করা হয়। মানববন্ধনে গাওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম সুখ ফকির, সাবেক চেয়ারম্যান সরদার সাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আঃ সবুর এবং হামলার শিকার মনোরঞ্জন হালদার বক্তব্য দেন। তাঁরা বলেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় অধ্যুষিত সুড়িগাতী ও চাঁদেরহাট এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছে। প্রভাবশালী রেজাউল চেয়ারম্যান হেন অপরাধ/জঘন্য কিছু নেই যা তার পক্ষে অসম্ভব। অত্যাচার, জুলুম ও নির্যাতন হতে মুক্তির জন্য স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তারা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গাওলা ইউপি চেয়ারম্যান রেজাউল কবির ও তার সমর্থকরা বাবুল বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তিকে বেপরোয়া মারপিটের সময় তার চিৎকারে এগিয়ে গেলে ডাঃ মনোরঞ্জন হালদারকেও তারা মারপিট করে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
×