ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পালিয়েছেন শালিকা ফাউন্ডেশনের প্রধান

প্রকাশিত: ০৪:০৩, ২৮ মার্চ ২০১৬

পালিয়েছেন শালিকা ফাউন্ডেশনের প্রধান

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় আলোচনায় আসা শ্রীলঙ্কার সেই এনজিও শালিকা ফাউন্ডেশনের প্রধানকে ধরতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে দেশটির পুলিশ। ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ওই পরিচালক পলাতক রয়েছেন। বর্তমানে তিনি জাপানে থাকতে পারেন; এমনকি অন্য দেশেও পালিয়ে যেতে পারেন বলে ধারণা পুলিশের। ইতোমধ্যে দেহিওয়ালাতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তল্লাশি চালিয়ে কম্পিউটার জব্দ ও এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে ওই প্রতিষ্ঠানের ৬ জনের বিরুদ্ধে। এদিকে হ্যাকের মাধ্যমে অর্থ চুরির ঘটনার সময় ওই বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) দুটি বৈদেশিক রেমিট্যান্স পাওয়ার অপেক্ষায় ছিল বলে জানিয়েছে শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংক। গত ৫ ফেব্রুয়ারি এ ব্যাংকে রক্ষিত একটি এ্যাকাউন্টে রিজার্ভের দুই কোটি ডলার স্থানান্তরের একটি পেমেন্ট অর্ডার পাঠিয়েছিল ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক। -অর্থনৈতিক রিপোর্টার
×