ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জ ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি

প্রকাশিত: ০৩:৩৪, ২৮ মার্চ ২০১৬

হবিগঞ্জ ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ দর্শকনন্দিত হবিগঞ্জ শিশুতোষ সাংস্কৃতিক সংগঠন ‘ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাব’ এর ২০১৬-১৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে হবিগঞ্জ খোয়াই থিয়েটার কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সংশ্লিষ্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন ও সাধারণ সম্পাদক সীমান্ত দেব তুর্য নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি সৌমিতা বিশ্বাস পূজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্পিতা দেব সৃষ্টি। নবগঠিত এই কার্যনির্বাহী কমিটির সদস্যরা ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উজ্জীবিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন কমিটির কার্যক্রমের জন্য সকলের কাছে সহযোগিতা আশা করেন। উল্লেখ্য, বিগত ২০০৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাব হবিগঞ্জের শিশুদের নিয়ে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হবিগঞ্জে সর্বপ্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরিসহ সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মতো কিছু অনন্য কর্মসূচী এই ক্লাবটি শুরু করে।
×