ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তনুর খুনি গ্রেপ্তারের দাবিতে শাহবাগের সড়ক অবরোধ

প্রকাশিত: ০১:৩৮, ২৭ মার্চ ২০১৬

তনুর খুনি গ্রেপ্তারের দাবিতে শাহবাগের সড়ক অবরোধ

অনলাইন রিপোর্টার ॥ কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনি গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন। ফলে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কের চারপাশে যানজট লেগে যায়। রবিবার দিনভর নানা কর্মসূচির পর বিকাল ৫টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় অসংখ্য শিক্ষার্থী। তারা সড়কে গোল হয়ে বসে খুনি গ্রেপ্তারের দাবিতে নানা স্লোগান দিতে থাকে। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে তোলার চেষ্টা করেন শাহবাগ থানা পুলিশ। সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা উঠে গেলে সড়কে সচল অবস্থা ফিরে পায়। তনুর খুনিদের গ্রেপ্তার দাবিতে এদিন সকালেই শাহবাগ মোড় থেকে কুমিল্লা অভিমুখে রোড মার্চ শুরু করে গণজাগরণ মঞ্চ। উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে ধর্ষন করে খুন করা হয় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুকে। মামলাটি তদন্তের দায়িত্বে আছে ডিবি।
×