ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দীর্ঘায়ুর রহস্য

প্রকাশিত: ০৬:০৯, ২৭ মার্চ ২০১৬

দীর্ঘায়ুর রহস্য

দূষণ আর বৈশ্বিক উষ্ণায়নের যুগে আজ যখন পৃথিবীর বেঁচে থাকাটাই প্রশ্নের মুখে, তখন জাপান এর ব্যতিক্রম। এদেশে বহু মানুষই ১০০ বছরের বেশি বাঁচে। তাদের দীর্ঘায়ুর মূল রহস্য হলো, স্বাস্থ্যকর খাবার। জাপানীদের রোজকার খাবারে শস্যদানা থেকে শুরু করে সবজি, ফল, সামুদ্রিক মাছ ও মাংস সবকিছুই থাকে এবং নির্দিষ্ট থাকে তার পরিমাণও। -জি নিউজ কিউবায় রোলিং স্টোনস কমিউনিস্ট রাষ্ট্র কিউবায় প্রথমবারের মতো কনসার্ট করেছে বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড রোলিং স্টোনস। শুক্রবার হাভানার সিউদাদ ডিপোর্টিভা স্পোর্টস কমপ্লেক্সে পাঁচ লাখের বেশি লোক এই কনসার্ট উপভোগ করেন। আরও হাজার হাজার লোক আশপাশের রাস্তাগুলোতে ছিল। ১৯৫৯ সালে বিপ্লবের পর পশ্চিমা সঙ্গীতের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ফিদেল ক্যাস্ট্রো। টেলিভিশন, রেডিওতে রোলিং স্টোনস, বিটলস বা এলভিস প্রিসলির মতো শিল্পীদের গান নিষিদ্ধ করা হয়। প্রথম কনসার্টে তাই উচ্ছ্বাস বেঁধে রাখতে পারেননি মিক জ্যাগার নিজেও। -এএফপি
×