ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

প্রকাশিত: ০৬:০৮, ২৭ মার্চ ২০১৬

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ এ্যান্ড এ্যানালিটিক্যাল উইংয়ের (র) হয়ে বেলুচিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌবাহিনীর এক সাবেক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পাকিস্তান। ধৃত ব্যক্তির নাম কুল যাদব ভূষণ। পাকিস্তানের দাবি, যাদব ভারতীয় নৌবাহিনীর কমান্ডার মর্যাদার অফিসার ছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার পাকিস্তানের এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, সন্দেহভাজন ওই ব্যক্তির সঙ্গে ভারত সরকারের কোন যোগাযোগ নেই। খবর ডন ও আনন্দবাজার পত্রিকার। নয়াদিল্লী এক বিবৃতি জানিয়েছে, ‘র’ এর লোক সন্দেহে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে সরকারের কোন সম্পর্কই নেই। কেননা ওই ব্যক্তি মেয়াদ শেষের আগেই ভারতীয় নৌবাহিনী থেকে অবসর নিয়েছেন। কোন দেশের ঘরোয়া ব্যাপারে নাক গলানোর অভিপ্রায়ই ভারতের নেই। এই উপমহাদেশের স্বার্থেই পাকিস্তানের সঙ্গে স্থিতিশীল, বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে ভারত। তবে ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা যাতে ধৃত ব্যক্তির সঙ্গে দেখা করে কথা বলতে পারেন, এমন দাবিও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শীঘ্রই ভারত ও পাকিস্তানের শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রে। সেখানে পরমাণু নিরাপত্তা সম্মেলনে উপস্থিত থাকছেন দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নওয়াজ শরিফ।
×