ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সশস্ত্র বাহিনীতে স্বাধীনতা দিবস উদ্যাপন

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ মার্চ ২০১৬

সশস্ত্র বাহিনীতে স্বাধীনতা দিবস উদ্যাপন

বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যরা যথাযোগ্য মর্যাদায় শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করেছে। দিবসটি উপলক্ষে জাতির উদ্দেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেয়া বাণী সশস্ত্র বাহিনীতে প্রচার করা হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালার সূচনা হয়। দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে সশস্ত্র বাহিনীর সকল মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। সূর্যোদয়ের সময় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর সুসজ্জিত একটি দল আন্তঃবাহিনী গার্ড অব অনার প্রদান করে। এ সময় সশস্ত্র বাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×