ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তনু হত্যার বিচারের দাবিতে স্মৃতিসৌধের সামনে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী

প্রকাশিত: ০০:১৭, ২৬ মার্চ ২০১৬

তনু হত্যার বিচারের দাবিতে স্মৃতিসৌধের সামনে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও গণসাক্ষর কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘বৃন্ত’র উদ্যোগে এ কর্মসুচী পালন করে গণ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারের কাছে অবিলম্বে তনুর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়ার দাবি জানান। উল্লেখ্য, ২০ মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় তাকে ধর্ষনের পর নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। পরে রাত ১০টায় দিকে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে তনুর মৃতদেহ উদ্ধার করা হয়।
×