ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবসে বাকৃবিতে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ২১:২৪, ২৬ মার্চ ২০১৬

স্বাধীনতা দিবসে বাকৃবিতে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী

বাকৃবি সংবাদদাতা ॥ মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মুক্তিযুদ্ধের দূলর্ভ ছবি নিয়ে ‘ফ্রেমে ফ্রেমে একাত্তর’ শীর্ষক দিনব্যাপী আলোচিত্র প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন মুক্তমঞ্চে ওই প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি। জানা যায়, সকাল ৯টা থেকে প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত করা হয়। দেশ বিদেশের বিখ্যাত আলোকচিত্র শিল্পীদের মুক্তিযুদ্ধকালীন এবং পরবর্তী সময়ে তোলা ১৩২টি ছবি প্রদর্শিত হচ্ছে। এদিকে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে কুচকাওয়া অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনীতিক, সাংস্কৃতি, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
×