ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবস আন্তর্জাতিক রেটিং দাবা শুরু আজ

প্রকাশিত: ০৬:১১, ২৬ মার্চ ২০১৬

স্বাধীনতা দিবস আন্তর্জাতিক রেটিং দাবা শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আমিন মোহাম্মদ গ্রুপ ও এএসটি বেভারেজ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা’র খেলা আজ শনিবার বেলা আড়াইটা থেকে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে শুরু হবে। প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের মোট নগদ এক লাখ পঁচাত্তর হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে। প্রথম পুরস্কার থাকবে ৫০ হাজার টাকা। মহিলা, বালক বালিকা, প্রতিবন্ধী ও বয়স্ক কোটায় বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নগদ টাকার পাশাপাশি ট্রফিও দেয়া হবে। দেশের গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, আন্তর্জাতিক মহিলা মাস্টার, ফিদেমাস্টার এবং রেটিংপ্রাপ্ত দাবাড়ুসহ ভারত থেকেও ৬ রেটিংপ্রাপ্ত দাবাড়ু এ টুর্নামেন্টে অংশ নেবেন। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, আমিন মোহাম্মদ গ্রুপের ডিএমডি রমজানুল হক নিহাদ, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মশিয়ার রহমান, ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের (মাই টিভি) চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হারুনুর রশিদ, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন শামীম ও কেএম শহিদউল্যা। সভাপতিত্ব করবেন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সভাপতি লায়ন মজিবুর রহমান হাওলাদার।
×