ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় আ’লীগ নেতার বাসা থেকে গ্রেফতার ১১

প্রকাশিত: ০৪:৩৩, ২৬ মার্চ ২০১৬

কলাপাড়ায় আ’লীগ  নেতার বাসা থেকে  গ্রেফতার ১১

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৫ মার্চ ॥ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিববুর রহমানের কলাপাড়া পৌরশহরের ভাড়া বাসায় পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ১৭ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার ১১ জনকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে আদর, মনির, সালমান, বশির, নিজাম, আবু মূসা, বায়েজীদ, হাসিব, কামরুল, অণিক ও তৌকির। পুলিশ জানায়, সংঘবদ্ধ হয়ে এরা কোথাও সংঘাত সৃষ্টির পরিকল্পনা করছিল। একাধিক সূত্রে জানা গেছে, এরা অনেকেই বিভিন্ন ধরনের মাদক সেবন করছিল। দামুড়হুদায় ধর্ষণ মামলার আসামি অস্ত্রসহ আটক সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ২৫ মার্চ ॥ দামুড়হুদায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দুলুকে (৩০) আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশী তৈরি শার্টারগান ও এক রাউন্ড তাজা গুলি। বৃহস্পতিবার রাত দুটোর দিকে বাড়ি থেকে তাকে আটক, শার্টারগান ও গুলি উদ্ধার করা হয়। উপজেলার কালিয়াবকরি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে দেলোয়ার হোসেন দুলু একটি গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি। শিশু মেধাবৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় চিনাইর মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব আদর্শ কলেজ মাঠে ১২তম শিশু মেধাবৃত্তি প্রদান ও শিশুমেলা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রথিতযশা শিক্ষাবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোঃ আনোয়ার হোসেন। পুরস্কার বিতরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি দিলীপ কুমার মল্লিকের সভাপতিত্বে আরও বক্তব্য দেনÑ প্রধান শিক্ষক সুপার্থ ম-ল, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ মার্চ ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার ঠাকুরগাঁওয়ে শিশুদের চিত্রাঙ্কন, সাংস্কৃতিক ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি আয়োজিত একাডেমি চত্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয় বলে জানান জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলী। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২৫ মার্চ ॥ ‘মুক্তিযুদ্ধে পুলিশের স্মৃতিকথা : প্রেক্ষিত রাজবাড়ী’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন। শুক্রবার সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুুল হাকিম এবং কামরুন্নাহার চৌধুরী লাভলী উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক স্টাফ রিপোর্টার ব্রাক্ষণবাড়িয়া থেকে জানান, কসবায় দুর্বৃত্তদের হামলায় মিন্টু মিয়া নামে এক কৃষক নিহত হয়েছে। তার বাড়ি ময়মনসিংহে। সে কসবা উপজেলার তিনলাখপীর গ্রামে বসবাস করে মানুষের জমিতে কাজ করত। বৃহস্পতিবার গভীর রাতে তিনলাখপীর থেকে তার এক সহকর্মী তাকে রাইতলা গ্রামে নিয়ে যায়। শুক্রবার সকালে তার ক্ষতবিক্ষত লাশ রাইতলা গ্রামে সড়কের পাশে পাওয়া যায়।
×