ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে স্বামীর প্রার্থী বিজয়ী হওয়ায় স্ত্রীকে মারধর

প্রকাশিত: ০৪:৩০, ২৬ মার্চ ২০১৬

বরিশালে স্বামীর  প্রার্থী বিজয়ী হওয়ায় স্ত্রীকে  মারধর

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বামী-স্ত্রী ছিলেন দুই প্রার্থীর সমর্থক। স্বামীর প্রার্থী বিজয়ী হওয়ায় স্ত্রীকে মারধর করা হয়েছে। এতে অভিমান করে স্ত্রী খুশি বেগম (৩২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামে। জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে ইউপি সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউনুস মিয়া ও আলমগীর হোসেন। ওই গ্রামের রফিক খন্দকার ইউনুসের এবং তার স্ত্রী খুশি বেগম আলমগীর হোসেনের সমর্থক ছিলেন। গত ২২ মার্চের নির্বাচনে স্বামীর সমর্থনকারী প্রার্থী ইউনুস বিজয়ী হয়। এ নিয়ে ওইদিন রাতেই রফিক ও তার স্ত্রী খুশি বেগমের সঙ্গে বাগ্বিত-া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে খুশি বেগমের সঙ্গে ফের বাগ্বিত-ার একপর্যায়ে রফিক তার স্ত্রীকে মারধর করে। এতে অভিমান করে খুশি বেগম রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। মুমূর্ষু অবস্থায় খুশি বেগমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
×