ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় আইএস সম্পৃক্ততা সন্দেহে গ্রেফতার ১৫

প্রকাশিত: ০৪:১০, ২৬ মার্চ ২০১৬

মালয়েশিয়ায় আইএস সম্পৃক্ততা সন্দেহে গ্রেফতার ১৫

মালয়েশিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সন্দেহভাজন ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়াদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। খবর বিবিসির। দেশটির জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর জানিয়েছেন, গ্রেফতারকৃতদের সবাই জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে সম্পর্কিত। রাজধানী কুয়ালালামপুরসহ আরও ছয়টি প্রদেশে তিনদিন অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গত তিন বছরে মালয়েশিয়ায় জঙ্গি কর্মকা-ে সম্পৃক্ততার সন্দেহে এক শ’ ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সন্দেহভাজনরা হামলা চালানোর লক্ষ্যে বোমা তৈরিতে ব্যবহৃত হয় এমন রাসায়নিক সংগ্রহের চেষ্টা করছিলেন। গ্রেফতার হওয়াদের বয়স ২২ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের মধ্যে চারজন নারীও রয়েছেন। তারা আইএসে যোগ দেয়ার জন্য সিরিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
×