ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বনশ্রীতে পাইপের আঘাতে এক শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ২৩:৩৯, ২৫ মার্চ ২০১৬

বনশ্রীতে পাইপের আঘাতে এক শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনশ্রীতে পাইলিংয়ের পাইপের আঘাতে চাঁন মিয়া (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম হাসেন আলী। গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। তিনি রামপুরা বনশ্রী কুঞ্জবন এলাকায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁিড়র ইনচার্জ মোজাম্মেল হক জানান, শুক্রবার দুপুরে রামপুরা বনশ্রী কুঞ্জবন এলাকায় একটি নির্মানাধীন ভবন নির্মানের পাইলিংয়ের কাজ করছিলেন চাঁন মিয়া। সেখানে কয়েকজন মিলে পাইলিংয়ের একটি পাইপ কাঁধে করে নেয়ার সময় চাঁন মিয়ার মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
×