ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রে প্লেব্যাকে এই প্রথম প্রত্যয় খান ও লাবন্য

প্রকাশিত: ২১:১১, ২৫ মার্চ ২০১৬

চলচ্চিত্রে প্লেব্যাকে এই প্রথম প্রত্যয় খান ও লাবন্য

স্টাফ রিপোর্টার ॥ প্রায় দুই বছর আগেই সঙ্গীত পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন প্রত্যয় খান। ইতিমধ্যে বেশ কিছু জনপ্রিয় গানেও সুনাম কুড়িয়েছেন। বাবা দেশ বরেণ্য সুরকার রিপন খান। বড় ভাই দেশের সেরা কণ্ঠ তারকাদের একজন হৃদয় খান। বাবা-ভাইয়ের মতোই গানের ভুবনে নিজেকে মেলে ধরার প্রয়াস চালাচ্ছেন প্রত্যয় খান। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি নাম লিখালেন শিল্পের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রের গানে কন্ঠ দেয়া। হাসান ফুয়াদ পরিচালিত ‘কাঁটা’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করলেন তিনি। ‘কল্পনাতে’ শিরোনামে গানটিতে প্রথম এক সাথে কন্ঠ দিয়েছেন নবাগত সঙ্গীত শিল্পী ইয়াসমিন লাবন্য। গানের কথা ‘কল্পনাতে তোমায় ছুয়েছি চাঁদ তারাদের গল্প বলে’। গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম । সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রত্যায় খান নিজেই। প্রত্যায় খান বলেন, আমি এর অগে বহু টিভিসির জিংঙ্গেল করেছি। তবে চলচ্চিত্র প্লেব্যাক এই প্রথম। ইতি মধ্যে গানটি ইউটিউবে ভালো সাড়া পেয়েছি। আশা করছি আমার প্রথম কাজ সবার ভালো লাগবে। প্রত্যয় খানের সঙ্গীতায়োজনে ইমরান, লিজা, নওমিসহ হালের অনেক মিউজিক তারকা শিল্পীরা বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। তারমধ্যে ইমরানের কণ্ঠে ‘পাগল এই মন’ ও জিয়াউদ্দিন আলমের কথায় লিজা ও প্রত্যয়ের দ্বৈত কণ্ঠে ‘তুমি চাইলে আনতে পারি’ গান দুটি প্রত্যয়ের সঙ্গীত পরিচালনাকে ঋদ্ধ করেছে।
×