ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:২২, ২৫ মার্চ ২০১৬

নতুন গবেষণা

এনএও ওয়াটসন রোবট জার্মানির হ্যানোভারে শুরু হওয়া সিবিট প্রযুক্তি মেলায় নিজেদের হালনাগাদ প্রযুক্তি নিয়ে উপস্থিত হয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন ভাষায় মানুষের প্রশ্নের উত্তর দিতে সক্ষম ‘এনএও ওয়াটসন’ রোবট নিয়ে হাজির হয়েছে আইবিএম। রোবটটির সঙ্গে কথাও বলেছেন অনেক দর্শনার্থী। নিজের ক্ষুদ্র সংস্করণ আপনার নিজের একটি ক্ষুদ্র সংস্করণ তৈরির কথা ভেবেছেন কখনও? থ্রিডি স্ক্যানারের বদৌলতে এখন কিন্তু সেটা সহজেই সম্ভব। বিজ্ঞানীরা এমন স্ক্যানার তৈরি করেছেন। এর প্রদর্শনী চলছে জার্মানির হ্যানোভারে। পোশাক বানানোর প্রিন্টার কারিগরি যন্ত্রপাতির খুচরা যন্ত্রাংশ তৈরিতে ইতোমধ্যে ব্যবহার শুরু হয়েছে থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টার। আর এটা বিভিন্ন প্রতিষ্ঠানকে ভালভাবেই সাহায্য করছে। তবে থ্রিডি প্রিন্টারে তৈরি পোশাকের প্রসার এখনও সেভাবে হয়নি, যদিও তা বেশ সাড়া জাগাচ্ছে, অন্তত সেবিটে।
×