ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ১২ রেল কর্মচারীর বেতন ৪ মাস ধরে বন্ধ

প্রকাশিত: ০৪:১০, ২৫ মার্চ ২০১৬

চট্টগ্রামে ১২ রেল কর্মচারীর বেতন ৪ মাস ধরে বন্ধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকারী নিয়োগবিধিমালা অনুযায়ী স্থায়ী পদের বিপরীতে কর্মরতদের নিয়মিত বেতন বন্ধ রাখার সুযোগ নেই। কিন্তু রেলের পূর্বাঞ্চলে কর্মরত ১২ কর্মচারীর বেতন অবৈধভাবে চার মাস ধরে বন্ধ রাখা হয়েছে। মহাপরিচালকের দফতরের মেকানিক্যাল বিভাগের উপ-পরিচালক তাবাসসুম বিনতে ইসলামের দফতর আদেশের কারণে এসব কর্মচারীর বেতন বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে এসব কর্মচারী দফায় দফায় উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে কোন সুরাহা না হওয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। প্রশ্ন উঠেছে, একই দফতর আদেশে ১৬ কর্মচারীর মধ্যে চার কর্মচারী বেতন ভাতা ও বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারলে বাকি ১২ জন কেন পারবে না। শুধু তাই নয়, সৈয়দপুরের পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মচারীর সঙ্গে চট্টগ্রামের ১২ কর্মচারীর মধ্যে বৈষম্য সৃষ্টি করে মহাপরিচালকের দফতর বিতর্ক সৃষ্টি করেছে। এদিকে দীর্ঘ চার মাস ধরে বেতন বন্ধ থাকায় এসব কর্মচারী অতিকষ্টে দিনাতিপাত করছে। চলতি বছরের শুরু থেকেই উর্ধতন ওই কর্মকর্তার চিঠির কারণে কর্মচারীদের মেয়ের স্কুলের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় রেলের শূন্যপদে লোক নিয়োগ সংক্রান্ত সভায় আলোচনার প্রেক্ষিতে বিভিন্ন পর্যায়ে বিপুলসংখ্যক পদোন্নতিযোগ্য পদ শূন্য থাকার বিপরীতে নিয়মানুযায়ী শূন্য পদগুলো দ্রুত পূরণের নির্দেশনা দেয়া হয়। সে নির্দেশনা অনুযায়ী এসব কর্মচারী পরীক্ষা পদ্ধতির আওতায় উত্তীর্ণ হয়ে পদোন্নতি লাভসহ এক মাস বেতন গ্রহণ করলেও শেষ পর্যন্ত ওই কর্মকর্তার চিঠির কারণে বন্ধ হয়ে গেছে বেতন ভাতা। ১ম বর্ষ স্নাতক কোর্সে ভর্তির পুনঃআবেদন ২৯ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৪ মার্চ ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির পুনর্আবেদন ২৯ মার্চ হতে শুরু হচ্ছে। উক্ত কোর্সে ভর্তির কার্যক্রমে যে সব শিক্ষার্থী প্রথম পর্যায়ে প্রাথমিক আবেদন করেনি, সে সব শিক্ষার্থী আগামী ২৯ মার্চ বিকেল ৪টা থেকে ৩ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ. নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ) থেকে জানা যাবে। উল্লেখ্য, এ সব নতুন প্রাথমিক আবেদনকারীর কোন মেধা তালিকা প্রকাশ করা হবে না তৎপরবর্তীতে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে।
×