ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতে গয়না শিল্পে ফের ধর্মঘট

প্রকাশিত: ০৩:৫৩, ২৫ মার্চ ২০১৬

ভারতে গয়না শিল্পে ফের ধর্মঘট

চিড়ে ভিজল না ভারতের কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতেও। গয়না শিল্পে আন্দোলন থামাতে বিশেষ কিছু সুবিধার কথা জানিয়ে সোমবারই যা জারি করা হয়েছিল। কিন্তু গয়নায় ১ শতাংশ উৎপাদন শুল্ক বসানোর প্রস্তাব পুরোপুরি ফেরানোর দাবিতে মঙ্গলবার ফের ধর্মঘটের পথে হাঁটলেন ব্যবসায়ীদের বেশির ভাগ অংশ। ফলে মার্চের শুরু থেকে চলা টানা ১৮ দিনের ধর্মঘট দেশের কিছু কিছু জায়গায় গত শনিবার রাতে তুলে নেয়া হলেও, এ দিন আবার চালু হয়ে গেল পুরোদমে। অধিকাংশ রাজ্যে অবশ্য তা আদৌ ওঠেইনি। তবে পশ্চিমবঙ্গের গয়না ব্যবসায়ীরা এই দ্বিতীয় দফার ধর্মঘটে শামিল হবেন কি না, সে ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত নেয়া হবে বলে দাবি স্বর্ণশিল্প বাঁচাও কমিটির। যদিও সোনা ব্যবসায়ীদের আর এক সংগঠন ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস এ্যান্ড জুয়েলার্স এ্যাসোসিয়েশনের তরফে খবর, মঙ্গলবার থেকে ফের শুরু হওয়া ধর্মঘটে শামিল কলকাতার সোনাপট্টিও। -অর্থনৈতিক রিপোর্টার রফতানিনির্ভর আসিয়ান দেশের প্রবৃদ্ধি কমবে আসিয়ানভুক্ত যেসব দেশের অর্থনীতি রফতানিনির্ভর সেসব দেশের প্রবৃদ্ধি আগামী দুই বছর কমতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা মুদিস। তবে যেসব দেশ চাহিদা নির্ভর তাদের অর্থনীতি তুলনামূলক ভাল হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ‘ইনসাইড আসিয়ান’ শীর্ষক প্রতিবেদনটিতে মুদিস জানায়, রফতানিমুখী দেশগুলোর রফতানি প্রবৃদ্ধি কমছে। আর এ কারণেই আগামী দুই বছর এসব দেশের প্রবৃদ্ধি কমতে পারে। তবে সামগ্রিকভাবে আসিয়ানভুক্ত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি মিশ্র হতে পারে। মুদিসের ভিপি ও উর্ধতন গবেষণা বিশ্লেষক রাহুল ঘোষ জানান, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের মতো চাহিদা নির্ভর দেশের অর্থনীতি আগামী ২০১৬ ও ২০১৭ অর্থবছরে তুলনামূলক ভাল থাকবে। আর সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো রফতানিমুখী দেশের অর্থনীতি দুর্বল হবে। প্রসঙ্গত, ১৯৬৭ সালে গঠিত হয় এ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট আসিয়ান ন্যাশন (আসিয়ান)। -অর্থনৈতিক রিপোর্টার
×