ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে ভ্রাম্যমান আদালতে এক মাদক সেবির ছয় মাসের সাজা

প্রকাশিত: ২০:৫৯, ২৪ মার্চ ২০১৬

নীলফামারীতে ভ্রাম্যমান আদালতে এক মাদক সেবির ছয় মাসের সাজা

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ মাদক সেবনের দায়ে নুর ইসলাম টগা(৪৫) নামের এক ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালত ছয় মাসের বিনাসশ্রম কারাদন্ড প্রদান করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক এস,এম মেহেদী হাসান উক্ত রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত টগা ওই উপজেলার সদর ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। সে এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করার সময় পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে নেয়। কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সাজাপ্রাপ্ত ব্যাক্তিকে দুপুরেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
×