ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫ জনের দাফন সম্পন্ন

মঠবাড়িয়ায় নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি

প্রকাশিত: ০৮:৩৬, ২৪ মার্চ ২০১৬

 মঠবাড়িয়ায় নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৩ মার্চ ॥ জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নে মঙ্গলবার অনুষ্ঠিত ইউপি নির্বাচন শেষে ভোট গণনার সময় স্বাক্ষরবিহীন বেশকিছু ব্যালট বাতিল করায় নির্বাচনী কর্মকর্তা ও প্রশাসনের ওপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলার সময় বিজিবি-পুলিশের গুলিতে ৫ জন নিহত ও ২০ জন আহতের ঘটনায় এলাকা এখনও থমথমে । বরিশাল ও পিরোজপুরে ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। সন্ধ্যায় স্থানীয় তুষখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিহত ৩ জনের জানাজা শেষে উপজেলার বুড়িরচর ও অন্য ২জনকে পার্শ্ববর্তী ভা-ারিয়া উপজেলার হরিণপালা গ্রামের পারিবারিক কবস্থানে দাফন করা হয়। এর আগে বুধবার বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ গাউস মিয়া, পুলিশের ডিআইজি মোঃ হুমায়ূন কবির, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএম এ আউয়াল, পিরোজপুর জেলা প্রশাসক মোঃ খাইরুল আলম শেখ, জেলা পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় একেএম আউয়াল দুঃখ প্রকাশ করে জানান, নির্বিচারে গুলি করে মানুষ হত্যার বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। বিভাগীয় কমিশনার মোঃ গাউস মিয়া বলেন, এ ঘটনায় পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট পৃথক দুটি কমিটি গঠন করে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
×