ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তনু হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক জোটের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৮:১৮, ২৪ মার্চ ২০১৬

তনু হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক জোটের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বুধবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সমাবেশে জোটের সাবেক সভাপতি নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, যে যেভাবেই এই অপরাধ সংঘটিত করুক না কেন, সংশ্লিষ্ট এলাকা এর দায় এড়াতে পারবে না। রামেন্দু মজুমদারের মতো জবাবদিহিতার দাবি তোলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ। তিনি বলেন, বার বার একইভাবে এ রকম হত্যাকা- দেখতে পাই। কিন্তু কেউ সে রকমভাবে প্রতিরোধ করছি না। আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি বলে আমরা হয়ত ভাবছি যার যার জায়গায় নিরাপদে আছি। কিন্তু যেদিন আমার ঘরে আঘাত আসবে সেদিন কেউ আসবে না রক্ষা করতে। আয়োজক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এই হত্যার নিন্দা জানান ও একই সঙ্গে জোট আয়োজিত তিন দিনব্যাপী বিজয় উৎসবে সঙ্গে তনু হত্যার প্রতিবাদে কর্মসূচী ঘোষণা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার ও রবীন্দ্র সরোবরে ২৪, ২৫ ও ২৬ মার্চ তিন দিনব্যাপী বিজয় উৎসবে তনু হত্যার প্রতিবাদে উৎসবের শুরুতে হত্যাকারীদের শাস্তির দাবি জানানো হবে।
×