ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসুন একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোই ॥ ওবামা

প্রকাশিত: ০৪:৪০, ২৪ মার্চ ২০১৬

আসুন একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোই ॥ ওবামা

কিউবা সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির জনগণের জন্য আশার ভবিষ্যত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার কিউবার রাজধানী হাভানার গ্রান্ড থিয়েটার মঞ্চ থেকে দেয়া সফরের বিদায়ী ভাষণে ওবামা এসব কথা বলেন। এ সময় কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো সেখানে উপস্থিত ছিলেন। খবর বিবিসির। ওবামা বলেন, কয়েক দশকের দ্বন্দ্বের পর তিনি কিউবায় এসেছেন ঠা-া লড়াইয়ের অবশেষ কবর দিতে। ভাষণে তিনি প্রেসিডেন্ট রাউলকে উদ্দেশ করে বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা কোন হুমকিকে যেমন আপনার ভয় পাওয়ার দরকার নেই তেমনি কিউবার জনগণের কণ্ঠস্বরকেও আপনার ভয় করা উচিত নয়। ৮৮ বছরের কিউবা সফর করা যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ওবামা। কমিউনিস্ট কিউবায় তিনদিনের ঐতিহাসিক সফরের শেষ দিনে দেয়া এ ভাষণে ওবামা আরও বলেন, যুক্তরাষ্ট্র ও কিউবার অতীতকে পেছনে ছেড়ে আসার এটিই সময় এবং এখন বন্ধু হিসেবে, প্রতিবেশী হিসেবে এবং পরিবার হিসেবে একত্রে উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করার সময়। অতীতের আদর্শিক লড়াইকে পেছনে ছেড়ে এসে নিজেদের যুক্তরাষ্ট্রের বিরোধী হিসেবে না দেখে শুধু কিউবান হিসেবে দেখার জন্য তিনি কিউবাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, কিউবার বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন করার সময় হয়েছে কারণ এটি কাজে দেয়নি এবং ঠা-া লড়াইয়ের এ অবশেষ এখন আর সময়োপযোগী নয়। ভাষণে ওবামাই কিউবার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৫৪ বছরের পুরানো বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানান। তার এ আহ্বানে প্রবল করতালিতে ফেটে পড়ে গ্রান্ড থিয়েটার হলে উপস্থিত কিউবানরা। যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কের বিকাশে এই নিষেধাজ্ঞা এখন অন্যতম প্রধান বাধা হয়ে আছে। কিন্তু শুধু যুক্তরাষ্ট্রের কংগ্রেসই এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ক্ষমতা রাখে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র দু’দেশের পার্থক্যগুলোকে শ্রদ্ধার সঙ্গে দেখবে এবং কমিউনিস্ট শাসিত দেশটিতে কোন পরিবর্তন জোর করে চাপিয়ে দেবে না। ফুল গাছ লাগাতে ছুটি তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমান অভিনব কিছু সরকারী ছুটির প্রস্তাব করেছেন। কুস্তিগির ও অশ্বারোহীদের সম্মান জানাতে এবং ফুলের গাছ লাগাতে তিনদিনের সরকারী ছুটির প্রস্তাব দেন তিনি। এই প্রস্তাব গৃহীত হলে ২২ মার্চ ছুটি হবে কুস্তিগিরদের জন্য, ২৩ মার্চ অশ্বারোহীদের জন্য এবং ২৪ মার্চ ফুল গাছ রোপণের জন্যে। -বিবিসি ১৮৪ বছর বয়সী জনাথন! বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাণী ১৮৪ বছরের কচ্ছপ জনাথন তার জীবনের প্রথম গোছল করেছে। দক্ষিণ আটলান্টিকে ব্রিটিশ উপনিবেশ দ্বীপ সেন্ট হেলেনাতে জনাথনের বাস। ব্রিটিশ রাজপরিবারের এক সদস্যের সফর উপলক্ষে তাকে গোছল করানো হয়। পশু চিকিৎসক ডাঃ জো হোলিয়ন্স কচ্ছপটির পিঠ নরম ব্রাশ ও সার্জিকাল সাবান দিয়ে কালো কর্দম ও পাখির বিষ্ঠা পরিষ্কার করেন। সিসিলি সরকার ৫০ বছর আগে জনাথনকে উপহার দিয়েছিল।- টেলিগ্রাফ
×