ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিলারি, ট্রাম্প ও ক্রুজের আহ্বান

মুসলিম এলাকায় নজরদারি বাড়ান

প্রকাশিত: ০৪:৩৮, ২৪ মার্চ ২০১৬

মুসলিম এলাকায় নজরদারি বাড়ান

ব্রাসেলসে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রকে অবশ্যই দেশের মুসলিম এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করতে হবে। আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ মঙ্গলবার একথা বলেছেন। তারই প্রতিদ্বন্দ্বী দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত বছরের প্যারিস হামলার আটক সন্দেহভাজনকে নির্যাতনের মাধ্যমে কথা বের করলে এ হামলা ঠেকানো যেত। অপরদিকে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন বলেছেন, ব্রাসেলসের মতো অরক্ষিত সহজ লক্ষ্যে হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নজরদারি জোরদার করতে হবে। ট্রাম্পের আগের বিবৃতির পুনরাবৃত্তি করে ক্রুজ বলেন, যেসব দেশে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের উপস্থিতি তাৎপর্যপূর্ণ, সেসব দেশ থেকে শরণার্থী আসা বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে। ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে মঙ্গলবার সন্ত্রাসী হামলায় ৩৫ জন নিহত এবং আহত হয়েছে দুই শতাধিক। এ হামলার দায় স্বীকার করেছে আইএস। টেক্সাসের এ সিনেটর এক বিবৃতিতে বলেন, মার্কিন মুসলিমরা চরমপন্থী হয়ে ওঠার আগেই ওই এলাকাগুলোতে টহল ও নিরাপত্তা জোরদার করতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও ক্ষমতা দেয়া প্রয়োজন। ক্রুজের পরিকল্পনাকে ‘ভাল চিন্তা’ বলে প্রশংসা করে ট্রাম্প বলেছেন, তিনি এই পরিকল্পনা শতভাগ সমর্থন করেন। সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি তার আগের আহ্বানের প্রতি আরও জোর দেন। তিনি আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে জিজ্ঞাসাবাদের কৌশল আরও কঠোর করা উচিত। ট্রাম্প যুক্তি দেখান যে, বেলজিয়াম এই বোমা হামলা রুখতে পারত যদি তারা গত বছরের সন্দেহভাজন প্যারিস হামলাকারী সালাহ আবদেসালামকে নির্যাতন করে তথ্য আদায় করত। তাকে গত সপ্তাহেই আটক করা হয়েছে। ট্রাম্প বলেন, সে হয়ত কথা বলবে। কিন্তু তাকে নির্যাতন করা হলে সে হয়ত আরও তাড়াতাড়ি কথা বলত। কারণ সম্ভবত সে এ বিষয়ে জানত। আমি বাজি রেখে বলতে পারি যে, আজকের বোমা হামলার বিষয়ে সে সবকিছু জানত। সন্ত্রাসীদের ঠেকাতে অবৈধ ওয়াটার বোর্ডিংয়ে তার কোন আপত্তি নেই বলে তিনি জানান। সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে হিলারি বলেছেন, আমাদের যোগাযোগের কেন্দ্রস্থল নজরদারি আরও জোরদার করতে হবে। পুলিশের ব্যাপক উপস্থিতিসহ সহজ লক্ষ্যবস্তুগুলোতে আমাদের নজরদারি আরও কঠোর করতে হবে। এ আক্রমণ সন্ত্রাস নির্মূল করার ব্যাপারে আমাদের সংকল্প আরও দৃঢ়তর করবে। -ইয়াহু নিউজ ও সিএনএন।
×