ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হান্নানসহ ৩ ফরমাল চার্জ দাখিলের জন্য ২৪ মে দিন নির্ধারন

প্রকাশিত: ০০:২২, ২৩ মার্চ ২০১৬

হান্নানসহ ৩ ফরমাল চার্জ দাখিলের জন্য ২৪ মে দিন নির্ধারন

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহ (ত্রিশাল-৭) এর জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নান সহ তিন রাজাকারের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে প্রসিকিউশন পক্ষ । ২৪ মে ফরমাল চার্জ দাখিলের জন্য দিন নির্ধারন করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল -১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছেন। গত বছরের ১৯মে হান্নানসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন।মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসান হাবিব।মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ছাড়াও জামায়াত নেতা ফকরুজ্জামান ও শহরতলীর গলগন্ড এলাকার গোলাম রব্বানীকে আসামি করা হয়।
×