ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাসপোর্ট ফিরে পেতে আদালতে সঞ্জয় দত্ত

প্রকাশিত: ১৯:০৮, ২৩ মার্চ ২০১৬

পাসপোর্ট ফিরে পেতে আদালতে সঞ্জয় দত্ত

অনলাইন ডেস্ক॥ বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত গত ২৫ ফেব্রুয়ারি পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্ত হয়েছেন। এবার নিজের পাসপোর্ট ফিরে পেতে বিশেষ আদালতের শরণাপন্ন হলেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। খবর টাইমস অব ইন্ডিয়ার। গত ২১ মার্চ টাডা আইন মামলার তত্ত্বাবধায়ক স্পেশাল জজ জিএ সানাপের কাছে আবেদন করেছেন সঞ্জয়ের আইনজীবী সুভাষ যাধব। তার মতে, যেহেতু তার মক্কেল এখন মুক্ত, সুতরাং তিনি পাসপোর্ট ফেরত পেতে পারেন। অবৈধ একে-৫৭ রাইফেল রাখার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় আদালতের আদেশ অনুযায়ী ৪২ মাস কারাভোগ করেছেন সঞ্জয়। এবার দেশের বাইরে যেতে চান। এজন্য পাসপোর্টটা ভীষণ দরকার তার। কারাগারে যাওয়ার আগে আদালতে এটি জমা দিতে হয়েছে তাকে। সঞ্জয়ের পাসপোর্ট এখন আছে সিবিআইয়ের আছে। সিবিআই কাউন্সেল দীপক সালভি জানান, সঞ্জয়ের আবেদন নিয়ে তথ্য অনুসন্ধানকারী এজেন্সির কোনো আপত্তি নেই। আদালতের নির্দেশ পেলেই তা ফিরিয়ে দেবেন তারা।
×