ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাত্রলীগের আল্টিমেটামের জের

জাবিতে প্রভোস্টসহ হল প্রশাসনের পদত্যাগ

প্রকাশিত: ০৯:১১, ২৩ মার্চ ২০১৬

জাবিতে প্রভোস্টসহ হল প্রশাসনের পদত্যাগ

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আফম কামাল উদ্দিন হলের প্রভোস্ট অধ্যাপক ড. নজিবুর রহমানকে অপসারণের দাবিতে ঐ হলের ছাত্রলীগ নেতাকর্মীদের নেতৃত্বে স্মারকলিপি ও আল্টিমেটাম দিয়েছে হলের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা এগারো টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির অনুসারী ছাত্রলীগ নেতা নোলক, মিনহাজ, জুয়েল, তানভীরসহ কয়েক সিনিয়র শিক্ষর্থীর নেতৃত্বে প্রশাসনিক ভবনে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে ২৬ মার্চের আগেই প্রভোস্টকে অপসারণ ও নতুন প্রভোস্ট নিয়োগের আল্টিমেটাম প্রদান করে শিক্ষার্থীরা। এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুর বারোটার দিকে ঐ হলের প্রভোস্ট অধ্যাপক ড. নজিবুর রহমানসহ হল প্রশাসনের ৯ শিক্ষকের সবাই পদত্যাগ করেন। পদত্যাগকারী অন্য শিক্ষকরা হলেন ওয়ার্ডেন এ এইচ এম সা’দৎ ও ড. মোঃ খোরশেদ আলম, আবাসিক শিক্ষক মোঃ ফখরুল হোসেন ও মোঃ মিজানুর রহমান এবং সহকারী আবাসিক শিক্ষক ড. মোঃ তাজউদ্দিন শিকদার, মোঃ মোজাম্মেল হোসেন, কাজী রাসেল উদ্দিন ও সুব্রত বণিক।
×