ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যালে প্রবীণদের স্বাস্থ্য পরিচর্যা উইং উদ্বোধন

প্রকাশিত: ০৬:৩৮, ২৩ মার্চ ২০১৬

বঙ্গবন্ধু মেডিক্যালে প্রবীণদের স্বাস্থ্য পরিচর্যা উইং উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ বয়স্কদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। তিনি বলেন, পিতা-মাতার সেবার মধ্যেই পরম শান্তি ও তৃপ্তি নিহিত। একইভাবে বয়স্ক মানুষের সেবার মধ্যেই পরম শান্তি নিহিত রয়েছে। বয়স্কদের সুচিকিৎসাসেবা নিশ্চিত করা সময়ের দাবি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে বয়স্ক রোগীদের সুচিকিৎসাসেবা নিশ্চিত করতে সবরকমের সহায়তা দেয়া হবে। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ১৭ তলায় ক্লাসরুমে প্রথমবারের মতো জেরিয়াট্রিক মেডিসিন উইং (প্রবীণদের স্বাস্থ্য পরিচর্যা উইং)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। জিন তাড়ানোর কথা বলে- স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরের হুজুরপাড়া এলাকায় জিন তাড়ানোর কথা বলে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলী আকবর ফকির (৬৮) নামে এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশ জানায়, কামরাঙ্গীরচর হুজুরপাড়া এলাকায় ১৩ বছরের কিশোরীর জিন ধরেছে বলে তার বাবা-মা ১২ মার্চ আলী আকবর নামে এক ভ- কবিরাজের বাসায় নিয়ে যান। ওই দিন ঝাড়ফুঁক শেষে আলী আকবর পুনরায় কিশোরীকে রবিবার তার বাসায় নিয়ে যেতে বলেন। কবিরাজের কথামতো, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কিশোরীর বাবা-মা তাকে নিয়ে সেখানে যান। সেখানে জিন ছাড়ানোর কথা বলে কবিরাজ আলী আকবর তার নিজ কক্ষে কিশোরীকে নিয়ে যান। এ সময় কিশোরী বাবা-মাকে বাইরে অপেক্ষা করতে বলেন। এরপর কিশোরীকে ধর্ষণ করে কবিরাজ আলী আকবর। আধঘণ্টা পর কিশোরী বাইরে এসে তার বাবা-মাকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে কিশোরীর বাবা কামরাঙ্গীরচর থানায় গিয়ে মামলা দায়ের করেন।
×