ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আনুষ্ঠানিকভাবে গুগলের পার্টনার হিসেবে স্বীকৃতি পেল মিডিয়াকম

প্রকাশিত: ০৩:৫৭, ২৩ মার্চ ২০১৬

আনুষ্ঠানিকভাবে গুগলের পার্টনার হিসেবে স্বীকৃতি পেল মিডিয়াকম

বাংলাদেশের খ্যাতনামা বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম আনুষ্ঠানিকভাবে গুগলের পার্টনার হিসেবে স্বীকৃতি পেল। বাংলাদেশী মালিকানাধীন সংস্থা হিসেবে মিডিয়াকম এই বিরল সম্মানে ভূষিত হলো, যার চারটি সূচক রয়েছে যথা- ডিসপ্লে, সার্চ, ভিডিও এবং এঅ্যানালাইটিক্স। গুগল পার্টনারশিপ হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা, ডিজিটাল পেশাজীবী কিংবা অনলাইন কনসালট্যান্টদের জন্য গুগলের একটি বিশেষ কর্মসূচী। এই পার্টনারশিপ অর্জনের ফলে মিডিয়াকম গুগলের প্রশিক্ষণ এবং গবেষণায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ‘গুগল পার্টনারশিপ’ একটি গভীর অর্থ বহন করে। অনলাইন মার্কেটিং এজেন্সি হিসেবে যারা গুগলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, তারাই এই স্বীকৃতি লাভ করেন। একদিকে গ্রাহকদের সন্তুষ্টি, অন্যদিকে গুগলের মানদ- অনুযায়ী কাজ করার কারণে মিডিয়াকম এই বিশেষ পার্টনারশিপের সুযোগ পেল। এখন থেকে মিডিয়াকম তাদের সকল কার্যক্রমে এই ‘পার্টনারশিপ ব্যাজ’ ব্যবহার করতে পারবে। -বিজ্ঞপ্তি মার্কিন সরবরাহ বাড়ায় কমছে তেলের দাম আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দরের সমীকরণ যেন শেষই হচ্ছে না। আজ বাজার ভাল তো কাল খারাপ। এক কার্যদিবস আগেও দর ছিল উর্ধমুখী। কিন্তু এ পথে এবার বাগড়া দিচ্ছে মার্কিন তেল কোম্পানি। বিবিসির এক খবরে বলা হয়েছে, টানা ৩ মাস উৎপাদন কমানোর পর গত সপ্তাহে আবারও তেলের সরবরাহ বাড়িয়েছে মার্কিন কোম্পানিগুলো। নতুন করে তেলের উৎপাদন বাড়ানোর আশঙ্কায় গত সোমবার দ্বিতীয় দিনের মতো তেলের বাজার হোঁচট খেয়েছে। এদিন আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল অপরিশোধিত হালকা উন্নত মানের ক্রুড শ্রেণীর তেলের দর ১.৪ শতাংশ কমে ৩৮.৮৯ ডলারে বিক্রি হয়েছে। চলতি মাসের শুরুতে এই দরে পৌঁছেছিল তেল বাজার। আর উন্নত মানের অপরিশোধিত ব্রেন্ট ক্রুড শ্রেণীর তেল বিক্রি হয় ব্যারেলপ্রতি ৪০.৮৭ ডলারে। গত কার্যদিবসের চেয়ে যা ৩৩ সেন্ট কম। -অর্থনৈতিক রিপোর্টার ৬০ লাখ কর্মী ছাঁটাই করবে চীন সরকার অর্থনীতির ধীরগতির জন্য রাষ্ট্রায়ত্ত কয়লা ও স্টিল শিল্প থেকে আগামী ২ দশকে ৬০ লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে চীন সরকার। অব্যাহত লোকসান গোনায় কর্মী ছাঁটাই শুরু করেছে ব্যক্তি মালিকানাধীন ফার্মগুলোও। অন্যদিকে, প্রয়োজনীয় দক্ষতা না থাকায় ছাঁটাই হয়ে স্বল্প বেতনের চাকরিতে যোগ দিতে হচ্ছে বেকারদের। ৫৪ বছর বয়সী সেন গুইঝেং হেগাং শহরের লংমেয় কয়লা খনিতে শ্রমিকের কাজ করছেন ৩০ বছর ধরে। কিন্তু গেল বছরই অর্থনীতির ধীরগতির কারণে হঠাৎ করেই কর্মী ছাঁটাই কার্যক্রম হাতে নেয় রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠান। গত বছরের শেষদিকে ১ লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ২২ হাজার ৫শ’ শ্রমিকের পুনর্কর্মসস্থানের সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে চাকরি পেলেও বেতন আগের প্রতিষ্ঠানের চেয়ে কম। কারণ দক্ষতা কম হওয়ায় ভাল বেতনের চাকরি খুঁজতেও পারছেন না অনেকেই। অদক্ষ কর্মীদের চাকরি দিতেও হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানের মালিকপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার
×