ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসাদের ভাগ্য নিয়ে আলোচনায় নারাজ সিরীয় কূটনীতিক

সিরিয়ায় একতরফা শক্তি প্রয়োগের হুমকি রাশিয়ার

প্রকাশিত: ০৩:৫১, ২৩ মার্চ ২০১৬

সিরিয়ায় একতরফা শক্তি প্রয়োগের হুমকি রাশিয়ার

যুক্তরাষ্ট্র যদি সিরীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রুশ প্রস্তাবে মঙ্গলবারের মধ্যেই সম্মতি না জানায় তাহলে সিরিয়ায় বিরাজমান আংশিক অস্ত্রবিরতি চুক্তি যারাই ভঙ্গ করবে তাদের উপর একতরফা শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে রাশিয়া। রুশ জেনারেল স্টাফ লে. জেনারেল সের্গেই রুদস্কয় সোমবার এ ঘোষণা দেন। তবে যুক্তরাষ্ট্র এই আহ্বান প্রত্যাখ্যান করে বলেছে, রাশিয়ার উদ্যোগ ইতোমধ্যেই গঠনমূলক পদ্ধতিতে মোকাবেলা করা হয়েছে। খবর বিবিসি ও ইয়াহু নিউজের। জেনারেল স্টাফ রুদস্কয় বলেন, অস্ত্রবিরতি লঙ্ঘনের বিষয়ে পর্যবেক্ষণের জন্য রাশিয়ার দেয়া প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি কোন প্রতিক্রিয়া ব্যক্ত না করে তাহলে ২২ মার্চ থেকে মস্কো চুক্তির ধারা অনুযায়ী একতরফা ব্যবস্থা নিতে শুরু করবে। রাশিয়ার দেয়া প্রস্তাবে অস্ত্রবিরতি লঙ্ঘনের বিষয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণের জন্য রাশিয়া সিরীয় শহর লাতাকিয়ায় একটি পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। ২৭ ফেব্রুয়ারি এই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে দেশটিতে সহিংসতার মাত্রা তাৎপর্যপূর্ণভাবে কমে এসেছে। কিন্তু সিরীয় সরকার ও বিরোধীরা বহুবার এই চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। রুদস্কয় বলেন, সিরিয়ার যে গ্রুপগুলো ধারাবাহিকভাবে অস্ত্রবিরতি লঙ্ঘন করছে, তাদের মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের জন্য বহুবার অনুরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র কোন প্রতিক্রিয়া জানায়নি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র বাস্তব আলোচনার জন্য প্রস্তুত নয়। দেশটি সিরিয়ার বিরোধীদের সমর্থন করে। তিনি আরও বলেন, চুক্তির ধারা অনুযায়ী রুশ কর্মকর্তারা মস্কো অথবা যুক্তরাষ্ট্রের পছন্দের যে জায়গায় আলোচনার জন্য প্রস্তুত ছিল।
×