ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়নগঞ্জে ফ্ল্যাট নির্মআণসহ একনেকে ৬ প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ০১:১২, ২২ মার্চ ২০১৬

নারায়নগঞ্জে ফ্ল্যাট নির্মআণসহ একনেকে ৬ প্রকল্প অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ নারায়নগঞ্চে সরকারি কর্মচারিদের জন্য ৬৭২টি ফ্ল্যাট নির্মাণসহ ৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে এক হাজার ২১৯ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে সরকারী তহবিল থেকে ৮৯৪ কোটি ৯২ লাখ, বৈদেশিক সহায়তা থেকে ২৪০ কোটি ১৫ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮৪ কোটি ১৯ লাখ টাকা ব্যয় করা হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এককে চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। এসময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা সচিব তারিক-উল ইসলাম ও সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলমসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
×