ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫৪ ও ১৬৭ ধারা সংশোধন এক যুগ পর আপীল শুনানি শুরু

প্রকাশিত: ০০:২৫, ২২ মার্চ ২০১৬

৫৪ ও ১৬৭ ধারা সংশোধন এক যুগ পর আপীল শুনানি শুরু

স্টাফ রিপোর্টার॥ বিনা পরোয়ানায় গ্রেফতার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারা সংশোধনের নির্দেশনার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপীল বেঞ্চে এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা আপীল মঞ্জুরের আদেশ পড়ে শোনান। এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি মুলতবির জন্য সময় প্রার্থনা করেন।পরে আগামী ১১ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। রিট আবেদনের পক্ষে আইনজীবী ড. কামাল হোসেন আদালতে বলেন, এক যুগ আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও ১৬৭ ধারা সংশোধনের রায় দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের নির্দেশনাগুলো এখনো বহাল রয়েছে। কিন্তু সরকার ওই রায় বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। যদি রায় বাস্তবায়ন হতো তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটতো না।
×