ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে : দীপু মনি

প্রকাশিত: ২২:৫৪, ২২ মার্চ ২০১৬

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে : দীপু মনি

অনলাইন রিপোর্টার ॥ প্রথম ধাপের ৭১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সরকারি দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা সারা দেশ থেকে যত খবর পাচ্ছি এবং গণমাধ্যমের মাধ্যমে যা জানতে পারছি, তাতে দেখা যাচ্ছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে; ভোটাররা দীর্ঘ সারিতে দাড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।’ গোলযোগের কারণে ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত থাকার তথ্য তুলে ধরে এই আওয়ামী লীগ নেতা বলেন, মোট কেন্দ্রের হিসাবে এটা দশমিক ২৪ শতাংশ। ‘এতেই প্রমাণিত হয়, নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে।’ ‘ইসিকে সম্পূর্ণ স্বাধীন করা হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, বিএনপি ইসিকে কুক্ষিগত করে রেখেছিল। আজও দলটি ইসির স্বাধীনতার কথা ভাবতে পারে না। যে কারণেই তারা এমন অভিযোগ করে। এসম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী ও আমিনুল ইসলাম আমিনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×