ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গলাচিপায় ১০ রাউন্ড গুলি ॥ দুই বিএনপি প্রার্থীর ভোট বর্জন

প্রকাশিত: ১৯:২৩, ২২ মার্চ ২০১৬

গলাচিপায় ১০ রাউন্ড গুলি ॥ দুই বিএনপি প্রার্থীর ভোট বর্জন

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পশ্চিম পাড়ডাকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হোগলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র দু’টিতে ব্যাপক সংঘাত ও সংঘর্ষের কারণে মঙ্গলবার ভোট শুরুর দু’ ঘন্টার মধ্যে সকাল দশটা থেকে ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়েছে। এরমধ্যে ভোটকেন্দ্র দখল ঠেকাতে পশ্চিম পাড়ডাকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাহী মাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। এ কেন্দ্রে বহিরাগতদের হামলায় দু’জন পুলিং অফিসার আহত হয়েছেন। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একদল উচ্ছৃঙ্খল বহিরাগত লাটিসোঠা নিয়ে কেন্দ্র দখল করার চেষ্টা করে। কেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনী তা ঠেকাতে গেলে বেশ কিছুক্ষণ সংঘর্ষ হয়। এক পর্যায়ে কেন্দ্রে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নারগিস মুরশিদার নির্দেশে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পরে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। হোগলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকলেও দুপুর বারোটার দিকে আবার তা শুরু হয়েছে। এ কেন্দ্রে মেম্বার প্রার্থী কালাম শিকদারকে প্রতিপক্ষের লোকজন হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে।
×