ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রতি একদমই ন্যায্য বিচার করা হয়নি

প্রকাশিত: ১৮:৫০, ২২ মার্চ ২০১৬

বাংলাদেশের প্রতি একদমই ন্যায্য বিচার করা হয়নি

অনলাইন ডেস্ক॥ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর চলাকালেই তাসকিন আহমেদ ও আরফাত সানিকে নিষিদ্ধ করা হয়। তাদের বোলিং অ্যাকশনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ইয়ান চ্যাপেল। এবার তার কথাতেই সহমত জানিয়েছেন পাকিস্যানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। বাংলাদেশের একটি শীর্ষ দৈনিকে তিনি বাংলাদেশের সাথে যা হয়েছে সেটাকে এক কথায় ‘অবিচার’ বলেছেন। ইয়ান চ্যাপেল বলেছিলেন, ‘ওদের যদি নিষিদ্ধই করা হবে, টুর্নামেন্টের মাঝখানে কেন! টুর্নামেন্টের আগে নিষিদ্ধ করতে পারত আইসিসি।’ ইয়ান চ্যাপেলের সঙ্গে গলা মিলিয়ে পাকিস্তানের ওয়াসিম আকরাম সরাসরি আঙুল তুলেছেন আইসিসির দিকে। ওই কলামে লিখেছেন, ‘আমি ইয়ান চ্যাপেলের সঙ্গে একমত, বাংলাদেশের দুই বোলারকে টুর্নামেন্টের মাঝপথে নিষিদ্ধ করা ঠিক হয়নি। আইসিসি টুর্নামেন্টের শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারত।’ ঢাকায় হওয়া সর্বশেষ টুর্নামেন্টে আম্পায়ারদের ভূমিকা নিয়ে বেশ সমালোচনা করে ওয়াসিম আকরাম বলেন, ‘যদি ওদের অ্যাকশনে সমস্যা থেকেই থাকে, তাহলে এশিয়া কাপে আম্পায়াররা কী করছিলেন? তখন তো কেউ ওদের অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেনি। তাসকিন আহমেদ বাংলাদেশের মূল বোলার। তাদের প্রতি একদমই ন্যায্য বিচার করা হয়নি।’
×