ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দামুড়হুদা সীমান্তে ৩ বাংলাদেশী কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রকাশিত: ০১:১৭, ২১ মার্চ ২০১৬

দামুড়হুদা সীমান্তে ৩ বাংলাদেশী কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ চুযাডাঙ্গা জেলার দামুড়হুদার দর্শনা সীমান্ত দিয়ে বিএসএফ ৩ বাংলাদেশী কিশোরকে বিজিবির কাছে ফেরত দিয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয় । ফেরত আসা ব্যক্তিরা হলেন- আলীম (১৭), সানি হাওলাদার (১৫) ও শুভ হাসান (১২)। বিজিবি জানায়, গত ২০১৫ সালের প্রথম দিকে বরিশাল জেলার বাবু গন্জ থানার নবগ্রাম এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে সানি হাওলাদার, কুদ্দুস ব্যপারির ছেলে আব্দুল আলিম, আল মামুনের ছেলে শুভ হাসান পাচারকারিদের খপ্পরে পরে রাজশাহী সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে প্রবেশ কালে বিএসএফ এর কাছে আটক হয়। পরদিন বিএসএফ ভারতীয় পুলিশের কাছে দিলে পুলিশ তাদেরকে কোর্টে সোপর্দ করলে অপ্রাপ্ত বয়স হওয়ায় কোর্ট তাদেরকে বহরমপুর আনন্দআশ্রমে রাখার নির্দেশ দেয়। প্রায় ১৫ মাস আশ্রমে থাকার পর সোমবার দুপুর ২ টার সময় দর্শনা আই সি পি সীমান্তের ৭৬ নং মেইন পিলারের নিকট দুদেশে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ওই ৩ জন কে ফেরত দেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় গেদে বি এস এফ এর কোম্পানি কমান্ডার শ্রী তারা দত্ত, ইমিগ্রেসন পুলিশ বি যাদেব এবং বাংলাদেশের দর্শনা বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার রবিউল ইসলাম, আইসিপি কমান্ডার হাবিলদার মোঃ নজরুল ইসলাম ও ইমিগ্রেসন পুলিশ ইনচার্জ শেখ মাহবুব। ইমিগ্রেশন কার্যক্রম শেষে বিজিবি তাদের কে দামুড়হুদা থানায় সোপর্দ করেছে।
×