ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একটি ইউনিয়নের সব কটি কেন্দ্রই অধিক ঝুকিপূর্ণ : বিজিবি ও র‌্যাব মোতায়েন

প্রকাশিত: ০১:০৪, ২১ মার্চ ২০১৬

একটি ইউনিয়নের সব কটি কেন্দ্রই অধিক ঝুকিপূর্ণ : বিজিবি ও র‌্যাব মোতায়েন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯৪টি কেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে প্রশাসন চিহ্নিত করেছে। লতব্দী ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে সব কটি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ। আগামী কাল মঙ্গলবার এ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১০ টি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিসে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পৌছে গেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌছানো হবে। জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, সিরাজদিখান উপজেলায় প্রথম ধপে ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫জন, সাধারণ সদস্য পদে ১৮৯জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৭ জন প্রতিদ্ধন্দ্বিতা করছে। ৯৪টি কেন্দ্রে ৩৭৩ টি বুথে ভোট গ্রহণ করা হবে। এখানে মোট ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮১০ জন। নির্বাচণ সুষ্ঠু করার জন্য দুই প্লাটুন বিজিবি ,এক প্লাটুর র‌্যাব, ৬ ’শ ৫ জন পুলিশ সদস্য ও বিপুল সংখ্যক আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবির দায়িত্বে থাকা মেজর মো‍ঃ ফজলে রাব্বি জানান, সুষ্ঠু সির্বাচন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে সাহায্য করতেই আমরা এখানে এসেছি। নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করার দরকার আমরা তাই করবো।
×