ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিধানসভা নির্বাচন মমতাকেও ছাড় দিতে নারাজ অমিত শাহ

প্রকাশিত: ০৬:২৫, ২১ মার্চ ২০১৬

বিধানসভা নির্বাচন মমতাকেও ছাড়  দিতে নারাজ  অমিত শাহ

মূল লড়াই অবশ্যই কংগ্রেস-সিপিএমের বিরুদ্ধে। তবে শনিবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও আক্রমণ করতে ছাড়লেন না বিজেপি সভাপতি অমিত শাহ। খবর আনন্দবাজার পত্রিকার। রাজধানী নয়াদিল্লীতে জাতীয় কর্মসমিতির দু’দিনের বৈঠকের শুরুতেই অমিত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রবিরোধী’ সেøাগানের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ব্যক্তি, দল বা সরকারের বিরুদ্ধে যে কোন সমালোচনা চলতেই পারে। কিন্তু দেশের সমালোচনা বরদাস্ত করা হবে না। পশ্চিমবঙ্গের প্রশ্নে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতাকেও আক্রমণ করেন অমিত। তিনি বলেন, পশ্চিমবঙ্গে আমাদের রাজনৈতিক কর্মীদের আক্রমণ করা হচ্ছে। দলের কর্মীদের প্রতি বিজেপি সভাপতির আহ্বান, পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের নির্বাচনেই দলের একটি ছাপ রাখার চেষ্টায় ঝাঁপিয়ে পড়ুন। এর মাধ্যমে অমিত দলের অভিমুখ স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, জাতীয় স্তরে বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেসই। পশ্চিমবঙ্গে কংগ্রেসের জোটসঙ্গী বামেরাও বিজেপির আক্রমণের মূল লক্ষ্য।
×