ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:০৭, ২১ মার্চ ২০১৬

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

বিষয় : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র (পূর্ব প্রকাশের পর) ২৫. প্রত্যাশিত অর্থকে ভাষায় ও অঙ্গভঙ্গিতে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কী বলে? ক) ডিকোডিং খ) প্রেরক গ) এনকোডিং ঘ) ফলাবর্তন ২৬. সমন্বয়ের মূল উদ্দেশ্য কী? ক) দলগত প্রচেষ্টাকে জোরদার করা খ) কর্মীদের মধ্যে দায়-দায়িত্ব বন্টন গ) সুষ্ঠু কার্য পরিবেশ সৃষ্টি ঘ) ভারসাম্য বজায় রাখা ২৭. ব্যবস্থাপনাকে প্রক্রিয়া বলার কারণ- র. এটি কতিপয় কাজের সমষ্টি রর. এই কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদিত হয় ররর. এই কাজগুলো পরস্পর নির্ভরশীল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৮. বাংলাদেশ গার্মেন্টস শিল্পে অসন্তোষ লেগেই থাকে। এ সমস্যা সমাধনের জন্য করণীয় হলো- ক) শ্রমিক ছাঁটাইকরণ খ) শ্রমিকের বেতন কর্তন গ) শ্রমিক সংগঠনের সুবিধা দান ঘ) শ্রমিকদের প্রশিক্ষণ দান ২৯. কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম কাজ কী? ক) কর্মীর প্রয়োজন নিরূপণ খ) উৎস নির্ধারণ গ) বিজ্ঞপ্তি প্রদান ঘ) আবেদনপত্র সংগ্রহ ও বাছাই ৩০. কাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়? ক) কুঞ্জ খ) টেলর গ) ফেয়ল ঘ) নিউম্যান ৩১. আদর্শ নীতিমালার অন্তর্ভুক্ত হলো- র. আদেশের ঐক্য রর. নির্দেশনার ঐক্য ররর. পরিকল্পনা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি কোনটি? ক) সংগঠন খ) পরিকল্পনা গ) নেতৃত্ব ঘ) নিয়ন্ত্রণ ৩৩. কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস? ক) পদোন্নতি খ) নিয়োজিত কর্মীর সুপারিশ গ) প্রাক্তন কর্মী ঘ) শ্রমিক সংঘের সুপারিশ ৩৪. একজন চাকরি প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে কিন্তু চূড়ান্তভাবে নির্বাচিত হতে অপারগ হন। এর সম্ভাব্য কারণ কোনটি? ক) তার অভিজ্ঞতা কম খ) সে দ-প্রাপ্ত আসামি গ) তার বুদ্বিমত্তা কম ঘ) সাফল্য পরীক্ষায় অনুত্তীর্ণ ৩৫. ঐবহৎু ঋধুড়ষ ছিলেন - র. একজন শিল্পপতি ও ব্যবস্থাপক রর. একজন বিশিষ্ট রাজনীতিবিদ ররর. একজন নামকরা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৩৬. নিচের কোনটি অনার্থিক প্রেষণার বহির্ভূত? ক) রেশম সুবিধা খ) প্রতিযোগিতা গ) প্রশিক্ষণের সুবিধা ঘ) বিনোদনের সুবিধা ৩৭. ‘বোনাস বা পদোন্নতি’ কোন ধরনের নেতৃত্বের দৃষ্টা ন্ত? ক) অংশগ্রহণমূলক নেতৃত্ব খ) পিতৃসুলভ নেতৃত্ব গ) ইতিবাচক নেতৃত্ব ঘ) নেতিবাচক নেতৃত্ব ৩৮. ব্যবস্থাপনার নীতিমালার অন্তর্ভুক্ত হলো- র. আদেশের ঐক্য রর. নির্দেশনার ঐক্য ররর. পরিকল্পনা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৯. একজন কর্মী ২ দিনের ছুটির জন্য মহাব্যবস্থাপকের কাছে অনুমতি প্রার্থনা করে। এটিকে বলা যায়- র. অনানুষ্ঠানিক সম্পর্ক রর. প্রত্যক্ষ সম্পর্ক ররর. আনুষ্ঠানিক সম্পর্ক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪০. নিয়ন্ত্রণের সুবিধা হলো- র. এটি জবাবদিহিতা নিশ্চিত করে রর. এটি পরবর্তী পরিকল্পনার মান উন্নীত করে ররর. এটি কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪১. নির্দেশনার ফলে সমন্বয়সাধন সম্ভব হয়- র. বিভাগের সঙ্গে রর. কর্মীদের মধ্যে ররর. অন্য প্রতিষ্ঠানের সঙ্গে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪২. সুফিয়া গার্মেন্টসের বিভাগীয় নির্বাহীগণ কর্মভারগ্রস্ত হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটিতে কোন উপায়ে সমন্বয়সাধন করা প্রয়োজন? ক) কমিটির মাধ্যমে সমন্বয়সাধন খ) অধিবেশনের মাধ্যমে সমন্বয়সাধন গ) বিশেষভাবে পারদর্শী ও অভিজ্ঞ কর্মী নিয়োগের মাধ্যমে সমন্বয়সাধন ঘ) কার্যকর যোগাযোগের মাধ্যমে সমন্বয়সাধন ৪৩. তাহসিনা গার্মেন্টস কোম্পানির মালিক মিস তাহমিনা তার কর্মীদের সৃজনশীল পরিকল্পনা প্রণয়ন করার নির্দেশ দেন। এক্ষেত্রে কর্মীরা- র. গবেষণা করবেন রর. নিত্যনতুন আবিষ্কার করবেন ররর. কলাকৌশল প্রয়োগ করবেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. রাব্বী হোসেনের প্রতিষ্ঠানের নির্বাহীগণ সকল কাজে প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকে। এতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কোনটি অর্জন করতে পারবে? ক) দক্ষতা খ) কর্তৃত্ব গ) বিশেষজ্ঞতান ঘ) মিতব্যয়িতা ৪৫. সংগঠন কাঠামো দেখে কোনটি সম্পর্কে জানা যায়? ক) নির্দেশনার ধরন খ) কর্তৃত্ব শিকল গ) ক্ষমতার প্রকৃতি ঘ) প্রতিষ্ঠানের সামর্থ্য ৪৬. দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে কোনটির প্রয়োজন রয়েছে? ক) মানবসম্পদ খ) বস্তুগত সম্পদ গ) উদ্যোক্তা ঘ) সংগঠন ৪৭. কর্মী নির্বাচনের ঋণাত্মক প্রক্রিয়ায়- র. নির্বাচনে কঠোর নিয়ম অবলম্বন করা হয় রর. এটি একটি বাছাই প্রক্রিয়া ররর. বাছাইকরণের সময় অনেক প্রার্থী বাদ পড়ে যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৮. একটি প্রতিষ্ঠানের প্রত্যেক বিভাগের কার্যাবলী সমানভাবে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সমন্বয়সাধনের কোন নীতিটি আবশ্যক? ক) সমন্বয়ের নীতি খ) ভারসাম্যের নীতি গ) অবিচ্ছেদ্যতার নীতি ঘ) ধারাবাহিকতার নীতি উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও : ফারুক এ্যান্ড কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক মি. শাওন চৌধুরী কর্মীদের কাজের প্রতি আগ্রহী ও মনোযোগী করে তোলার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন; বেতন বৃদ্ধি, বোনাস, আবাসন সুবিধা প্রদান করে। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়। ৪৯. কর্মীসংস্থানের উৎস কয়টি? ক) কর্মীসংস্থান খ) যোগাযোগ গ) নির্দেশনা ঘ) প্রেষণা ৫০. কোনটি ব্যবস্থাপক প্রশিক্ষণ পদ্ধতি? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১. (ক) ২. (গ) ৩. (ঘ) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (গ) ৭. (খ) ৮. (খ) ৯. (খ) ১০. (ক) ১১. (গ) ১২. (গ) ১৩. (ক) ১৪. (গ) ১৫. (ঘ) ১৬. (ক) ১৭. (ঘ) ১৮. (গ) ১৯. (গ) ২০. (খ) ২১. (ঘ) ২২. (ক) ২৩. (গ) ২৪. (ঘ) ২৫. (গ) ২৬. (ক) ২৭. (ঘ) ২৮. (গ) ২৯. (ঘ) ৩০. (খ) ৩১. (ক) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (খ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (ক) ৪২. (গ) ৪৩. (ঘ) ৪৪. (ঘ) ৪৫. (গ) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (ক) ৫০. (গ)
×