ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় সাংবাদিকদের সাথে সচেতন নাগরিক কমিটির মতবিনিময়

প্রকাশিত: ২০:৪৯, ২০ মার্চ ২০১৬

গাইবান্ধায় সাংবাদিকদের সাথে সচেতন নাগরিক কমিটির মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে রবিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও গাইবান্ধার সচেতন নাগরিক কমিটি সনাক যৌথভাবে এই মতবিনিময়ের আয়োজন করে। জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন। সনাক সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময়ে সনাকের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, প্রবীর চক্রবর্ত্তী, ইবনে সিরাজ, আমাতুর নুর ছড়া, আফরোজা বেগম লুপু, শিরিন আকতার প্রমুখ। মতবিনিময়ে উল্লেখ করা হয়, দুর্নীতির ভয়াবহ ও ক্ষতিকর প্রভাব থেকে দেশকে মুক্ত করতে না পারলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। আর এ লক্ষ্যে দেশব্যাপী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার মাধ্যমে দুর্নীতিবিরোধী চাহিদা সৃষ্টি করা। যার ফলে আইনী ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে ক্রমান্বয়ে দুর্নীতিকে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ সম্ভব হবে।
×