ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালবৈশাখী ঝড়ে নোয়াখালীতে স্কুলসহ অর্ধশত বসতঘর লণ্ড ভণ্ড

প্রকাশিত: ০৫:৪৯, ২০ মার্চ ২০১৬

কালবৈশাখী ঝড়ে নোয়াখালীতে স্কুলসহ অর্ধশত বসতঘর লণ্ড ভণ্ড

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৯ মার্চ ॥ নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে শনিবার ভোর চারটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত কালবৈশাখী ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় অর্ধশত বসতঘর ল-ভ- হয়ে গেছে। ঝড়ে দুই শতাধিক গাছ ভেঙ্গে পড়ে ও উপড়ে যায়। বিদ্যুতের তার ছিঁড়ে শনিবার ভোর থেকে দিনভর ক্ষতিগ্রস্ত এলাকা এবং জেলা শহরসহ বিভিন্ন স্থানে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকে। এছাড়া বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির কারণে বোরো ও রবিশস্যের বেশ ক্ষতি হয়েছে। তবে ঝড়ে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বক্তারপুর গ্রামে শনিবার দুপুর ১২টার দিকে গেলে দেখা যায়, সোনাপুর-মিয়ারহাট সড়কের পার্শ্বে গাছের ডাল ভেঙ্গে বিদ্যুতের তার নিচে পড়ে রয়েছে। বক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ঝড়ের কবলে পড়ে ভিটি টিন, কাঠ ও আসবাবপত্র পড়ে রয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম বলেন, স্কুলটি ল-ভ- হয়ে যাওয়ায় শিশু শিক্ষার্থীদের পাঠদান অনিশ্চিত হয়ে পড়েছে।
×