ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রাইব্যুনাল ও আপীলে দ্রুত মামলা নিষ্পত্তি হচ্ছে

এপ্রিলেই নিজামীর রিভিউ নিষ্পত্তি ও মীর কাশেমের পূর্ণাঙ্গ রায়

প্রকাশিত: ০৫:৪৫, ২০ মার্চ ২০১৬

এপ্রিলেই নিজামীর রিভিউ নিষ্পত্তি ও মীর কাশেমের পূর্ণাঙ্গ রায়

বিকাশ দত্ত ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সুপ্রীমকোর্টের আপীল বিভাগের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে। এ ক্ষেত্রে তদন্ত সংস্থাও পিছিয়ে নেই। তদন্ত সংস্থাও মামলাগুলোর তদন্ত সম্পন্ন করে দ্রুত চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করছে। ইতোমধ্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মতিউর রহমান নিজামীর আপীলের পূর্ণাঙ্গ রায় বের হয়েছে। এখন আসামি পক্ষ রিভিউর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে মীর কাশেম আলীর আপীলের দেয়া মৃত্যুদ-ের পূর্ণাঙ্গ রায় শীঘ্রই বের হবে বলে জানা গেছে। রাষ্ট্রপক্ষ আশা প্রকাশ করছে এপ্রিলেই নিজামীর রিভিউ নিষ্পত্তি ও মীর কাশেম আলীর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলা শেষ পর্যায়ে রয়েছে। যশোরের সাখাওয়াত হোসেন ও কিশোরগঞ্জের দুই সহোদর ক্যাপ্টেন নাসির উদ্দিন আহম্মেদ ও এ্যাডভোকেট শামসুদ্দিন আহম্মেদের মামলার যুক্তিতর্ক ১০ এপ্রিল। সেদিক থেকে প্রসিকিউশন আশাবাদ ব্যক্ত করেছেন এপ্রিলে ট্রাইব্যুনাল থেকে আরও একটি রায় পেতে পারে। এদিকে তদন্ত সংস্থা এ পর্যন্ত ৩৭টি মামলার তদন্ত শেষ করেছে। তদন্ত সংস্থা আশা করছে এপ্রিলের মধ্যে আরও ৫ থেকে ৬টি মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে পারবে। ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর প্রথম তদন্ত সংস্থা বাচ্চু রাজাকার নামে পরিচিত আবুল কালাম আজাদের মামলার তদন্ত রিপোর্ট প্রকাশ করে। আর সর্বশেষ নেত্রকোনার পূর্বধলার শেখ মোঃ আঃ মজিদ ওরফে মজিত মাওলানাসহ ৬ রাজাকারের তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে। সুপ্রীমকোর্টের আপীল বিভাগে নিজামী ও মীর কাশেম আলীর পর রাজাকার কমান্ডার মোঃ মোবারক হোসেন ও সৈয়দ মোহাম্মদ কায়সারের পালা। এ দুটি মামলা আপীল শুনানির জন্য কার্যতালিকায় পর্যায়ক্রমে আসবে। এ্যাটর্নি জেনারেল কার্যালয়, প্রসিকিউশন ও তদন্ত সংস্থা সূত্রে এ খবর জানা গেছে।
×